পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

বাংলাদেশের বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক, পাসপোর্ট করতে কত টাকা লাগে -তা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত পাসপোর্ট ফি (E Passport Fee) অনলাইনে পরিশোধ করে কম খরচেই আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট আমাদের একটি আন্তর্জাতিক পরিচয় পত্র। সাধারণভাবেই প্রথমবার পাসপোর্ট করার ক্ষেত্রে, অজ্ঞতার কারণে আমরা নানাভাবে প্রতারিত হই। দালালের খপ্পরে পড়ে নির্ধারিত ফি থেকে অধিক টাকা দিতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সরকার নির্ধারিত ফি খুবই কম। তাই যারা নতুন পাসপোর্ট করার আবেদন করে, তাদের সকলেরই পাসপোর্ট এর নির্ধারিত ফি সম্পর্কে ধারণা থাকা উচিত। 

পাসপোর্ট করতে কত টাকা লাগে, পাসপোর্ট রিনিউ ফি, বিদেশ থেকে পাসপোর্ট ফি, সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট ফি, বাচ্চাদের পাসপোর্ট ফি সম্পর্কে জানতে পারবেন এই লেখা থেকে।

নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে?

৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৪,০২৫ টাকা। ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৬,৩২৫ টাকা। ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা। ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৮,০৫০ টাকা।

তাছাড়া প্রতিটি ক্যাটাগরির পাসপোর্ট এর ফি এর পরিমাণ নির্ভর করে ৩ টি বিষয়বস্তুর উপর। যথা: 

(১) পাসপোর্ট এর মেয়াদ।

(২) পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা।

(৩) পাসপোর্ট ডেলিভারির ধরন। 

একজন ব্যক্তি নতুন পাসপোর্ট করলে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ফি দিতে হবে।

ই পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ার পর, পাসপোর্টের ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়। পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরণ বিবেচনায় বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে (epassport.gov.bd) প্রকাশিত পাসপোর্ট ফি এর তালিকা দেওয়া হলো: 

ই পাসপোর্ট ফি কত টাকা (E Passport Fee)

ডেলিভারির ধরন৪৮ পৃষ্ঠা৪৮ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা
 ৫ বছর১০ বছর৫ বছর১০ বছর
রেগুলার ডেলিভারি৪,০২৫ টাকা৫,৭৫০ টাকা৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা
এক্সপ্রেস ডেলিভারি৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা১২,০৭৫ টাকা১৩,৮০০ টাকা

উপরোক্ত ছকের অনুপাতেই বাচ্চাদের পাসপোর্ট করার ক্ষেত্রেও ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে, ব্যতিক্রম হলো সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট ফি।

NOC আছে এমন সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত (PLR) দের জন্য পাসপোর্ট ফি প্রায় একই। তবে তারা Regular Delivery ফি দিয়ে Express Delivery পাওয়ার সেবা ভোগ করে। এর Express Delivery ফি দিয়ে Super Express Delivery পাওয়ার সেবা ভোগ করে।

নতুন পাসপোর্ট করতে চাইলে জানুন: পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

মূলত ৫ বছর মেয়াদী দুই ধরনের পাসপোর্ট অপশন রয়েছে। যথা: (১) ৪৮ পৃষ্ঠার; এবং (২) ৬৪ পৃষ্ঠার। পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে E Passport Fee এর পরিমাণ ভিন্ন।

৫ বছর মেয়াদ সম্পন্ন ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্টের ফি নিম্নরূপ:

  • রেগুলার বা সাধারণ ডেলিভারি: ১৫ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৪,০২৫ টাকা।
  • এক্সপ্রেস বা জরুরী ডেলিভারি: ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৬,৩২৫ টাকা।
  • সুপার এক্সপ্রেস বা অতি জরুরী ডেলিভারি: ২ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৮,৬২৫ টাকা।
পাসপোর্ট-করতে-কত-টাকা-লাগে

৫ বছর মেয়াদ সম্পন্ন ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্টের ফি নিম্নরূপ:

  • রেগুলার বা সাধারণ ডেলিভারি: ১৫ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৬,৩২৫ টাকা।
  • এক্সপ্রেস বা জরুরী ডেলিভারি: ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৮,৬২৫ টাকা।
  • সুপার এক্সপ্রেস বা অতি জরুরী ডেলিভারি: ২ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ১২,০৭৫ টাকা।
৫-বছর-মেয়াদি-পাসপোর্ট-করতে-কত-টাকা-লাগে

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি এর পরিমাণ নির্ভর করে পাসপোর্টের মেয়াদকাল ও পৃষ্ঠা সংখ্যার উপর। সাধারণত ১০ বছর মেয়াদী দুই ধরনের পাসপোর্ট অপশন রয়েছে। যথা: (১) ৪৮ পৃষ্ঠার; এবং (২) ৬৪ পৃষ্ঠার।

১০ বছর মেয়াদ সম্পন্ন ৪৮ পৃষ্ঠার E Passport Fee নিম্নরূপ:

  • রেগুলার বা সাধারণ ডেলিভারি: ১৫ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৫,৭৫০ টাকা।
  • এক্সপ্রেস বা জরুরী ডেলিভারি: ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৮,০৫০ টাকা।
  • সুপার এক্সপ্রেস বা অতি জরুরী ডেলিভারি: ২ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ১০,৩৫০ টাকা।
১০-বছর-মেয়াদি-পাসপোর্ট-করতে-কত-টাকা-লাগে

১০ বছর মেয়াদ সম্পন্ন ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্টের ফি নিম্নরূপ:

  • রেগুলার বা সাধারণ ডেলিভারি: ১৫ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ৮,০৫০ টাকা। 
  • এক্সপ্রেস বা জরুরী ডেলিভারি: ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ১০,৩৫০ টাকা।
  • সুপার এক্সপ্রেস বা অতি জরুরী ডেলিভারি: ২ কর্ম দিবসের মধ্যে পাবেন। নির্ধারিত ফি- ১৩,৮০০ টাকা।
ই-পাসপোর্ট-ফি-কত

এসকল ফি অনলাইনে বা ব্যাংকে এ-চালানোর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পাসপোর্ট রিনিউ বা সংশোধন করার ক্ষেত্রেও একই হারে ফি পরিশোধ করতে হয়। 

আরও পড়তে পারেনঃ পাসপোর্ট সংশোধন করার নিয়ম, জরুরী কাগজপত্র ও ফি

E Passport Fee Bangladesh

আপনি বাংলাদেশের অভ্যন্তরে থাকলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত হারে Passport fee জমা দিতে হবে:

e-Passport fee for 48 pages and 5 years validity

  • Regular delivery: 4,025 Tk.
  • Express delivery: 6,325 Tk.
  • Super Express delivery: 8,625 Tk.

e-Passport fee for 64 pages and 5 years validity

  • Regular delivery: 6,325 Tk.
  • Express delivery: 8,625 Tk.
  • Super Express delivery: 12,075 Tk.

e-Passport fee for 48 pages and 10 years validity

  • Regular delivery: 5,750 Tk.
  • Express delivery: 8,050 Tk.
  • Super Express delivery: 10,350 Tk.

e-Passport fee for 64 pages and 10 years validity

  • Regular delivery: 8,050 Tk.
  • Express delivery: 10,350 Tk.
  • Super Express delivery: 13,800 Tk.

আরও পড়তে পারেনঃ পাসপোর্ট রিনিউ করার নিয়ম | E Passport Renew

বিদেশে বাংলাদেশী দূতাবাস থেকে আবেদন করলে পাসপোর্ট ফি

বাংলাদেশ থেকে ১ কোটির অধিক মানুষ প্রবাসে থাকেন। অনেকেরই বিদেশে অবস্থানরত থাকাকালীন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। কখনো কখনো হারিয়ে যায় কিংবা কফিলের সাথে পাসপোর্ট নিয়ে বাকবিতন্ডা হয়। 

এমতাবস্থায়, বাংলাদেশী দূতাবাস থেকে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে। তাই বিদেশ থেকে পাসপোর্ট করতে কত টাকা লাগে তা জানা জরুরী। এক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি দিতে হবে:

পাসপোর্টের মেয়াদকালপৃষ্ঠা সংখ্যাRegular Delivery FeeExpress Delivery Fee
৫ বছর৪৮ পৃষ্ঠা100 USD150 USD
৬৪ পৃষ্ঠা150 USD200 USD
১০ বছর৪৮ পৃষ্ঠা125 USD175 USD
৬৪ পৃষ্ঠা175 USD225 USD

বিদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিক/ সাধারণ শিক্ষার্থীর E Passport Fee

বিদেশে অবস্থানরত বাংলাদেশী অতি সাধারণ শ্রমিকরা কিংবা শিক্ষার্থীরাও বাংলাদেশে দূতাবাসে পাসপোর্টের আবেদন করে। এক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে তাদের জন্য ফি কিছুটা লাঘব করা হয়েছে। শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীদের নিম্নোক্ত হারে ফি দিতে হবে: 

পাসপোর্টের মেয়াদকালপৃষ্ঠা সংখ্যাRegular Delivery FeeExpress Delivery Fee
৫ বছর৪৮ পৃষ্ঠা30 USD45 USD
৬৪ পৃষ্ঠা150 USD200 USD
১০ বছর৪৮ পৃষ্ঠা50 USD75 USD
৬৪ পৃষ্ঠা175 USD225 USD

আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি কত টাকা

অনেকেই আমেরিকা থেকে বাংলাদেশের ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন। আমেরিকা থেকে পাসপোর্ট করতে কত টাকা লাগে তা জেনে নিন:

পাসপোর্টের মেয়াদকালপৃষ্ঠা সংখ্যাRegular Delivery Fee (including all charges)Express Delivery Fee (including all charges)
৫ বছর৪৮ পৃষ্ঠা110 USD165 USD
৬৪ পৃষ্ঠা165 USD220 USD
১০ বছর৪৮ পৃষ্ঠা137.50 USD192.50 USD
৬৪ পৃষ্ঠা192.50 USD247.50 USD

পাসপোর্ট ফি জমা দেওয়ার ব্যাংক সমূহ | পাসপোর্ট ফি জমা ব্যাংক

বর্তমানের ই পাসপোর্ট ফি অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হয়। পাসপোর্টের ফি দিতে নির্দিষ্ট কিছু ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে। আপনি আপনার এলাকার ব্যাংকিং কার্যালয় থেকে পাসপোর্ট এর ফি দিতে পারেন এ-চালানের মাধ্যমে। অথবা আপনি চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আরও সহজেই ফি দিতে পারেন। এক্ষেত্রে ekPay পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনেকগুলো মাধ্যমে ফি দেওয়া যায়। যেমন:

  • VISA,
  • Master Card,
  • American Express,
  • bKash,
  • Nagad, 
  • Rocket, 
  • Upay,
  • Dmoney,
  • OK Wallet,
  • Bank Asia,
  • Brac Bank,
  • EBL, 
  • City Bank, 
  • UCB, 
  • AB Bank, 
  • DBBL, 
  • Midland Bank, 
  • MBL Rainbow.

একপে পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করে, উপরোক্ত ব্যাংকগুলো থেকে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স আছে, সেটি দিয়েই ফি পরিশোধ করতে পারবেন।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম- পাসপোর্ট করতে কত টাকা লাগে। E passport fee -এর এই তালিকাটি বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়/সরকার কর্তৃক নির্ধারিত। তাই চেষ্টা করুন দালাল ছাড়া নিজেই পাসপোর্ট আবেদন ও পাসপোর্ট ফি পরিশোধ করতে।

2 thoughts on “পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *