জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড – Birth Certificate Download

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবো কিভাবে?
জন্ম সনদ ডাউনলোড করার জন্য, প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এবার আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখে, YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। সর্বশেষ, ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন। তারপর আপনার জন্ম নিবন্ধনের তথ্য পেজ আসলে কি-বোর্ড থেকে Ctrl +P একসাথে চেপে PDF কপি ডাউনলোড করে নিন।আপনার কাছে প্রিন্টার থাকলে সরাসরি Print লেখাতে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার ক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন করা নিবন্ধনই ডাউনলোড করতে পারবেন। তাই আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল কিনা তা যাচাই করে নিশ্চিত হয়ে নিন।
আরও পড়ুনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই।
জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাই / জন্ম নিবন্ধন অনলাইন কপি
জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাই করার জন্য,- প্রথমেই, https://everify.bdris.gov.bd/ -এই লিংকে ভিজিট করুন।
- এবার ১৭ সংখ্যার ডিজিটাল নিবন্ধন নম্বর লিখুন।
- পরবর্তী ঘরে, YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- সর্বশেষে ক্যাপচা পূরন করে ‘Search’ লেখাতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনে BDRIS এর নতুন নির্দেশনা সমূহ।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে-- ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর (Birth Registration Number); এবং
- সঠিক জন্ম তারিখ (Date of Birth) প্রয়োজন হবে।
অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট, Bdris থেকে জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড (online birth certificate download bd) করতে পারবেন। ডিজিটাল জন্ম সনদ ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:- https://everify.bdris.gov.bd/ লিংকে ভিজিট করুন।
- Birth certificate নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচার উত্তর লিখে সার্চ করুন।
- জন্ম সনদের সার্ভার কপি আপনার স্ক্রিনে আসলে, কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl + P প্রেস করুন।
- প্রিন্ট প্রেফারেন্স ঠিক করে জন্ম সনদ ডাউনলোড করুন।
ধাপ ১: জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই পেজে যান
জন্ম সনদ ডাউনলোড করতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সরাসরি নিবন্ধন যাচাই পেজে যেতে ভিজিট করুন, https://everify.bdris.gov.bd/ -এই লিংকে। ওয়েব পেজে ভিজিট করার পরই একটি যাচাই ফরম দেখতে পাবেন।
ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর লিখুন
এখানে, প্রথম ঘরে ‘Birth Registration Number’ লেখা দেখতে পাবেন। এখানেই আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে। আপনার জন্ম সনদের সাথে মিলিয়ে সঠিকভাবে ১৭ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটি লিখুন।
ধাপ ৩: সঠিক জন্ম তারিখ লিখুন
এই ধাপে, নিবন্ধন যাচাই পেজের ২নং ঘরে আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুসারে সঠিক জন্ম তারিখ টি লিখতে হবে। এখানে উপরে Date of Birth (YYYY-MM-DD)’ লেখা থাকবে। এখানে আপনার জন্ম তারিখ অনুযায়ী, প্রথমে জন্ম সাল, (হাইফেন) তারপর মাস (হাইফেন) ও শেষে দিন-তারিখ লিখুন। অর্থাৎ, YYYY-MM-DD বা বছর-মাস-দিন -এই ফরম্যাটে।অথবা, আপনি চাইলে জন্ম তারিখের ঘরে ক্লিক করার পর যে ক্যালেন্ডার অপশন আসবে, সেখান থেকেও বছর, মাস ও তারিখ সিলেক্ট করে দিতে পারেন।
ধাপ ৪: ক্যাপচা পূরণ ও অনুসন্ধান
এবার, হিউম্যান ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোড পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার ক্ষেত্রে গাণিতিক সমস্যার ক্যাপচা পূরণ করতে হয়।এক্ষেত্রে ছবিতে যেই গাণিতিক সমস্যাটি (যোগ, বিয়োগ) দেখতে পাবেন, তার সঠিক উত্তর নিচের ঘরে লিখুন।
ধাপ ৫: জন্ম নিবন্ধন অনলাইন কপি
সকল তথ্য সাবমিট করা হয়ে গেলে, Search বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার দেওয়া তথ্য গুলো সঠিক হলে, একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Bdris এর সার্ভারে থাকা তথ্যগুলো দেখতে পাবেন।
আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে, জন্ম তারিখ ও নিবন্ধনের নাম্বার দিয়ে জন্ম সনদের তথ্য যাচাই করুন। তথ্য যাচাইয়ের পর প্রাপ্ত সার্ভার কপির ওয়েবপেজে থাকা অবস্থায় কি-বোর্ড থেকে Ctrl + P একসাথে চেপে প্রিন্ট অপশন সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার নিয়ম।
FAQ’s
1) How to Download Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে, https://everify.bdris.gov.bd/ -লিংকে ভিজিট করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। সর্বশেষে, ক্যাপচার উত্তর দিয়ে Search বাটনে ক্লিক করুন। ব্যাস, জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে আপনার ডিজিটাল জন্ম সনদের তথ্য থাকলে, তার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।2) হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায়না। তবে আপনি যদি আপনার সনদের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ জানেন, তাহলে উপরোক্তভাবে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যদি সঠিক নিবন্ধন নম্বর ও জন্মতারিখ না জেনে থাকেন, তাহলে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন। সেখানে উপযুক্ত তথ্য দিয়ে জন্ম নিবন্ধন রিপ্রিন্ট করার আবেদন করতে পারবেন।3) ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। সাধারণত আমরা ইউনিয়ন পরিষদের জন সনদ বলতে, birth certificate এর মূল কপিকে বুঝিয়ে থাকি। এই মুলকপি শুধুমাত্র সংশ্লিষ্ট জনপ্রশাসন কার্যালয়, যেমন- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন থেকে পাওয়া যায়। এবং সেগুলোতে ইউনিয়ন সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর থাকে।কিন্তু অনলাইন থেকে জন্ম সনদের শুধুমাত্র অনলাইন কপিটিই ডাউনলোড করা যায়। এখানে ইউনিয়ন পরিষদের সীলমোহর বা স্বাক্ষর থাকবে না।4) জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড PDF
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf করতে, Bdris ওয়েবসাইটে নিবন্ধন যাচাই পেইজে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখে সার্চ করুন। তারপর জন্ম সনদের অনলাইন কপিটি আসলে, তার পিডিএফ ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।5) Online Birth Certificate Download BD
To download the birth certificate online, visit the Birth and Death Registration website and enter the registration verification page (https://everify.bdris.gov.bd/). Then enter your 17 digit Online Birth Registration Number and enter the date of birth in YYYY-MM-DD format. Finally, answer the captcha (mathematical problem) and click the “Search button”.After that, you will find the birth certificate online copy in your computer/mobile screen. After entering on the birth registration info page, save it to PDF by pressing Ctrl + P from the keyboard, or print it from the connected printer by clicking Print.আরও পড়ুনঃ এক শব্দের নামে করা যাবেনা জন্ম নিবন্ধন আবেদন।
উপরোক্ত নিয়মে আপনি বিনামূল্যে অনলাইন থেকে নিজেই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড (birth certificate download) করতে পারবেন। তবে ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষরিত মূল সনদটি অধিক গুরুত্বপূর্ণ। তাই সর্বদা ব্যবহারের জন্য সেই মূল কপিটির একাধিক ফটোকপি করে রাখতে পারেন।
আমি Nidbdris.info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বাংলাদেশের নাগরিক সেবা ও ই-সেবা সম্পর্কে দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা থেকে, এই ওয়েবসাইটে NID Card, e-Passport, Visa, Birth Certificate সম্পর্কিত টিউটোরিয়াল, দিকনির্দেশনা, ও সরকারি নোটিশ প্রকাশ করে থাকি।