জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ২০২৪

জন্ম নিবন্ধনের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, বয়স ইত্যাদি বিষয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে, তার বিস্তারিত জানতে পারবেন এই লেখা থেকে।

বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্যই ভোটার আইডি কার্ড হওয়ার আগে পর্যন্ত জন্ম নিবন্ধন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র। এটি একজন ব্যক্তির প্রাথমিক পরিচয় পত্র। তাই জন্ম সনদ করার পর এর কোন তথ্য পরিবর্তন করতে চাইলে সংশোধিত তথ্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র সংযোজন করতে হবে।

চাহিত সংশোধিত তথ্যের সাথে উপযুক্ত প্রমাণপত্রের অবশ্যই যুক্তিগত মিল থাকতে হবে। তাই জন্ম নিবন্ধন এর কোন তথ্য সংশোধন করতে কি কি লাগে এবং জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা, সে সম্পর্কে এখানে জেনে নিন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে?

বিভিন্ন কারণে আমাদের জন্ম সনদের বিভিন্ন তথ্য সংশোধনের প্রয়োজন হয়। সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই নিবন্ধনকারীর নাম বা নামের অংশ, পিতা মাতার নাম বা নামের অংশ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধনের প্রয়োজন হয়। তবে বর্তমানে জন্ম নিবন্ধনের বয়স পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে শর্তাবলী ও ক্ষেত্রবিশেষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যাই হোক, প্রতিটি সংশোধনী তথ্যের সাথে ভিন্ন কাগজপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। তাই https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইটে Birth Certificate Correction করতে যেসকল ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তার তালিকা নিচে দেওয়া হলো:

জন্ম নিবন্ধনে নিজের নাম/ আংশিক/ নামের বানান সংশোধন

  • EPI টিকা কার্ড/ হাসপাতালের প্রত্যয়ন পত্র;
  • নিবন্ধনাধীন ব্যক্তির NID Card;
  • নিবন্ধনাধীন ব্যক্তির JSC/SSC/সম্মান ইত্যাদি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট;
  • পাসপোর্ট এর কপি;
  • কাবিন নামার কপি; (প্রযোজ্য ক্ষেত্রে)

জন্ম নিবন্ধনের তথ্য ইংরেজি করন | Birth Certificate Correction

  • নিবন্ধনাধীন ব্যক্তি/ শিশুর বিদ্যালয়ের ইংরেজি নাম উল্লেখিত প্রত্যয়ন পত্র। অথবা, প্রাপ্তবয়স্ক হলে নিবন্ধনাধীন ব্যক্তির এনআইডি কার্ডের কপি;
  • পিতা-মাতার NID Card।

জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম/ আংশিক/ নামের বানান সংশোধন

  • নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
  • নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার NID Card;
  • পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি; (প্রযোজ্য ক্ষেত্রে) 
  • পিতা বা মাতা মৃত্যুবরণ করলে মৃত্যু সনদের কপি; 
  • আবেদনটি জোরদার করার জন্য অন্যান্য ভাই-বোনদের ভোটার আইডি কার্ডের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)

জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানা সংশোধন

  • নিবন্ধনাধীন ব্যক্তির এনআইডি কার্ডের কপি;
  • হাল সনের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ;
  • সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।

জন্ম নিবন্ধনে বর্তমান ঠিকানা সংশোধন

  • বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি। (গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি)

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে? সেই তথ্যমতে উপরোক্ত কাগজপত্র গুলো দিয়েই সবচেয়ে বেশি সংশোধনের জন্য আবেদন করা হয়। এক্ষেত্রে সংশোধনের আবেদনের সাথে একটি কিংবা দুইটি উপযুক্ত প্রমাণ পত্র দিলেই আবেদনটি এপ্রুভ হবে। খেয়াল রাখবেন অবশ্যই যেন আপনার ডকুমেন্টটি আপনার আবেদনের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে

জন্ম নিবন্ধনের নাম সংশোধন করতে, শিশুর টিকা কার্ড বা ব্যক্তির NID Card, ব্যক্তির JSC/SSC/সম্মান পরীক্ষার সার্টিফিকেট, পাসপোর্টের কপি অথবা কাবিন নামার কপি ইত্যাদি কাগজপত্র প্রয়োজন হবে।

পুরাতন জন্ম নিবন্ধনটি ইংরেজি করতে নিবন্ধনাধীন ব্যক্তি/ শিশুর বিদ্যালয়ের প্রত্যয়ন পত্র লাগবে। আর এন আইডি কার্ড থাকলে, ব্যক্তির এনআইডি কার্ডের কপি ও পিতা-মাতার NID Card এর কপি লাগবে।

আপনার জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম সংশোধন করতে, নিবন্ধনকারীর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা এন আইডি কার্ড লাগবে। পিতা-মাতা মৃত্যুবরণ করলে মৃত্যু সনদের কপি যুক্ত করতে পারবেন।

জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানা সংশোধন করতে, NID কার্ডের কপি, চলতি বছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ, সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র ইত্যাদি কাগজপত্র লাগবে।

আর জন্ম নিবন্ধনের বর্তমান ঠিকানা সংশোধন করতে, বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি জমা দিলেই হবে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য রেজিস্টার জেনারেলের কার্যালয় কর্তৃক নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করা হয়। সংশোধনের বিষয়বস্তু অনুযায়ী সেই সরকারি ফি ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে বাংলাদেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন কাউন্সিলর/ পৌরসভা কার্যালয়ে ২০০ থেকে ৩০০ টাকার সংশোধন ফি নেওয়া হয়।

তাই জনসচেতনতা বৃদ্ধিতে জন্ম সনদ সংশোধনের নির্ধারিত ফি বাংলাদেশের এবং বিদেশে কত টাকা তা জানা উচিত।

জন্ম নিবন্ধন সংশোধন ফি ২০২৪

সংশোধনের বিষয়বস্তুদেশে সংশোধনবিদেশে সংশোধন
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন১০০ টাকা২ মার্কিন ডলার
নিবন্ধনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন৫০ টাকা১ মার্কিন ডলার
তথ্য সংশোধনের পর বাংলায় এবং ইংরেজিতে জন্ম সনদের কপি সংগ্রহবিনা খরচেবিনা খরচে
তথ্য সংশোধনের পর বাংলায় ও ইংরেজিতে উভয় ভাষায় জন্ম সনদের নকল সংগ্রহ৫০ টাকা১ মার্কিন ডলার

উপরোক্ত তালিকা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংশোধন ফি বেশি চাইতে পারে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন ই পেমেন্ট করলে, নির্ধারিত খরচেই তথ্য সংশোধন করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী

জন্ম নিবন্ধন আবেদনে BDRIS এর নতুন নির্দেশনা সমূহআবেদনের নির্দেশনা সমূহ
জন্ম নিবন্ধন যাচাইজন্ম তারিখ দিয়ে যাচাই প্রক্রিয়া
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডBirth Certificate Download

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম। আপনার বা আপনার পরিবারের কারো জন্ম সনদ সংশোধন করতে চাইলে, পূর্বেই এসকল ডকুমেন্টস সংগ্রহ করে নিন।

2 thoughts on “জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ২০২৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *