বেদনআপনার পরিবারের কারো জন্য নতুন জন্ম নিবন্ধন করতে চাইলে, জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, সে সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মূলত জন্ম নিবন্ধন হলো একজন ব্যক্তির নাম, বয়স, পরিচয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের একটি সরকারি ডকুমেন্ট। তাই জন্ম তথ্য নিবন্ধনের সময় দেওয়া সেই তথ্যগুলো সঠিক কি-না, তা যাচাই করার জন্য কিছু ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা রয়েছে। অনলাইনে Birth Certificate Application -এর ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে (bdris.gov.bd ওয়েবসাইটে) উপযুক্ত ডকুমেন্ট আপলোড না করলে, নিবন্ধনে ভুল তথ্য দিতে বাধ্য হয়। তাছাড়া আবেদন এপ্রুভ না হওয়ার জটিলতা তো রয়েছেই। তাই নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে সে সম্পর্কে জেনে নিন এই লেখা থেকে।
নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
জন্ম সনদের জন্য আবেদনকারী ব্যক্তির বয়সভেদে প্রয়োজনে ডকুমেন্টসের ভিন্নতা দেখা দেয়। স্বাভাবিকভাবে ব্যক্তি বা শিশুর বয়স যত বেশি হয়, প্রমাণ হিসেবে কাগজপত্র তত বেশি লাগে।
২০২৪ সালে জন্ম নিবন্ধন করতে- ইপিআই টিকা কার্ড, হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ এবং পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন ও অন্যান্য তথ্য প্রয়োজন হয়। এছাড়াও বয়সভেদে যে সকল ভিন্ন এবং অতিরিক্ত কাগজপত্র লাগে, সেগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে
- EPI কার্ড (টিকা কার্ড)/ হাসপাতালের ছাড়পত্র;
- হাল সনে/ যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর;
- নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক);
- নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি (যদি থাকে);
- নিবন্ধনের জন্য আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর।
নিবন্ধনাধীন শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে
- EPI কার্ড (টিকা কার্ড)/ হাসপাতালের রেজিস্টার্ড স্বাস্থ্য কর্মীর সত্যায়িত প্রত্যায়নপত্র (সীলসহ);
- হাল সনে/ যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর;
- নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক);
- নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (যদি থাকে);
- আবেদনকারী শিশু বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
- আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর।
জন্ম নিবন্ধনের আবেদনকারী ব্যক্তির বয়স ৫ বছরের বেশি হলে
- আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য রেজিস্টার্ড সরকারি এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী ডাক্তারের দ্বারা সত্যায়িত প্রত্যয়ন পত্র (সীলসহ);
- বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত JSC/SSC/সমমান পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে)
- নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক);
- নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (যদি থাকে);
- জন্মস্থান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য হালনাগাদ কর পরিশোধের রশিদ/ বাড়ি বা জমি ক্রয়ের দলিল;
- আবেদনকারী ব্যক্তি বা অভিভাবকের সচল মোবাইল নম্বর।
উপরোক্ত কাগজপত্র গুলোর পাশাপাশি আবেদনকারীকে জন্ম নিবন্ধনের জন্য একটি অনলাইন কিংবা হাতে লেখার ফরম পূরণ করতে হবে। আপনার কাছে এসকল কাগজপত্র থাকলে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আবেদন করতে পারবেন। অথবা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স যত বেশি হবে, কাগজপত্রও তত বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকলে, রেজিস্টার জেনারেলের কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জন্ম নিবন্ধন সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী
নতুন জন্ম নিবন্ধন আবেদন | অনলাইন আবেদন প্রক্রিয়া |
জন্ম নিবন্ধন যাচাই | জন্ম তারিখ দিয়ে যাচাই প্রক্রিয়া |
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড | Birth Certificate Download |
শেষকথা
উপরোক্ত কাগজপত্র গুলো থাকলেই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। উপরোক্ত আলোচনা থেকে নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে, তা বিস্তারিত জানা যায়। এক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে দুইটি ডকুমেন্টের ছবি আপলোড করাই যথেষ্ট। আপনার কাছে যে সকল কাগজপত্র থাকবে তার তথ্যের ভিত্তিতেই আবেদন ফরম পূরণ করতে হবে।
আমি Nidbdris.info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বাংলাদেশের নাগরিক সেবা ও ই-সেবা সম্পর্কে দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা থেকে, এই ওয়েবসাইটে NID Card, e-Passport, Visa, Birth Certificate সম্পর্কিত টিউটোরিয়াল, দিকনির্দেশনা, ও সরকারি নোটিশ প্রকাশ করে থাকি।
acheter médicaments en Italie sans ordonnance Apofri Wohlen waar medicijnen te kopen in Nederland
Can I use Electric bill instead of Land tax ducument