অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করে জেনে নিতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। নিজে নিজে সিম নিবন্ধনের তথ্য চেক করতে এই আর্টিকেলটি পড়ে নিন।
বর্তমান সময়ে মোবাইল সিম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে পড়েছে। আমাদের আইডেন্টিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে সংরক্ষিত থাকে। আমরা মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা, ব্যাংক একাউন্টের Two Factor Authentication চালু রাখা, প্রয়োজনের নাম্বার সেভ করে রাখা, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটি মোবাইল সিম অতি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, একজন বাংলাদেশী নাগরিক নিজের এন আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম নিবন্ধন করতে পারবে। তাই অনেক সময় একটি নিবন্ধিত সিমের তথ্য এবং একটি আইডি কার্ডে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।
অনলাইনে সিমের নিবন্ধন চেক করার উপায় গুলো হলো:
- NID Number সেন্ড করে।
- ভিন্ন ভিন্ন সিম কোম্পানির নাম্বার থেকে আলাদা আলাদা USSD Code ডায়াল করে।
- আপনার ব্যবহৃত সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যোগাযোগ।
তার মধ্যে সহজ উপাগুলো নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হলো:
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে?
আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা জানতে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরন করতে পারেন। এর মধ্যে সবচেয়ে সহজ উপায়টি হলো NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করা। এ পদ্ধতিতে আপনার মোবাইল দিয়েই এনআইডি কার্ডে নিবন্ধিত সিম গুলোর তালিকা জানতে পারবেন।
NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার পর একজন ব্যক্তির আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা, সিম প্রিপেইড নাকি পোস্ট পেইড, সিমের অপারেটর, সিমের নাম্বার দেখতে পাবেন। এক্ষেত্রে বিটিআরসি (BTRC) – এর তথ্য থেকে সিম নাম্বারের প্রথম ৩ ডিজিট ও শেষের ৩ ডিজিট দেখানো হয়, সম্পূর্ণ সিম নাম্বার আসবেনা।
আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্টার করা হয়েছে, তা জানার সঠিক ও সবচেয়ে সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
- সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডে যান।
- তারপর ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১৬০০১#।
- এবার কল অপশনটিতে ক্লিক করে, আপনার মোবাইলের কাঙ্খিত সিমটি সিলেক্ট করে কল করুন।
- আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার এন আইডি কার্ডের শেষের ৪টি সংখ্যা চাইবে (Please enter last 4 digit of your ID)।
- ভেরিকিশনের জন্য এবার আপনার আইডি কার্ডের শেষের ৪টি সংখ্যা লিখে সেন্ড করে দিন।
(আপনি চাইলে সরাসরি আপনার মোবাইল নাম্বার থেকে *১৬০০১*<NID Last 4 Digit) একসাথে লিখে সেন্ড করতে পারেন। এভাবেই রেজিস্ট্রেশনের তথ্য জানা যাবে।)
সেন্ড করার পর, কিছুক্ষনের মধ্যে আপনার নাম্বারে রিপ্লাই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে, আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।
সিম রেজিস্ট্রেশন চেক করুন অনলাইনে
অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে চাইলে আপনার মোবাইলের ডায়ালপ্যাড থেকে একটি কোড ডায়াল করে রেজিস্ট্রেশনের তথ্য জেনে নিতে পারবেন। মূলত গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি প্রতিটি সিম থেকেই নিবন্ধনকারীর তথ্য জানা যায়। তবে একেকটি সিমের USSD Code ভিন্ন ভিন্ন হতে পারে।
বর্তমানে আপনি কোন সিম থেকে কোন ইউএসএআইডি কোড ডায়াল করে অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন, তা নিচে দেওয়া হলো:
(১) বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক
Banglalink কোম্পানির সিম কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা জানতে, আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *১৬০০*১# ডায়াল করবেন। তারপর আপনার আইডি কার্ডের নাম্বার চাইলে শেষের চার সংখ্যার নাম্বার দিয়ে সেন্ড করবেন। কিছুক্ষণ পর sms এর মাধ্যমে সেই সিম এবং রেজিস্ট্রেশনকারী ব্যক্তির আংশিক তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে।
(২) গ্রামীণফোন সিম রেজিস্ট্রেশন যাচাই
আপনি গ্রামীণফোন সিম ব্যবহারকারী হলে, কিছুটা ভিন্নভাবে রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। এর জন্য সরাসরি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তারপর “info” লিখে সেন্ড করে দিবেন 4949 নাম্বারে। কিছুক্ষণ পর রিপ্লাই মেসেজের মাধ্যমে আপনার সিমের তথ্য জানানো হবে।
(৩) রবি সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
রবি সিম রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে চাইলে, মোবাইলের ডায়াল প্যাড থেকে *১৬০০*৩# ডায়াল করবেন। তারপর আপনার এনআইডি কার্ডের শেষের ৪টি সংখ্যা জানতে চাইলে, সেটি লিখে সেন্ড করে দিবেন।
(৪) টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক
বাংলাদেশে টেলিটক সিমের ব্যবহারকারী বর্তমানে কম। তবুও কেউ যদি এই সিমের রেজিস্ট্রেশনকারীর তথ্য জানতে চায়, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “info” লিখে 1600 নাম্বারে সেন্ড করে দিতে হবে।
(৫) এয়ারটেল সিম রেজিস্ট্রেশন যাচাই
এয়ারটেল সিম ব্যবহারকারী হলে দুইটি উপায়ে রেজিস্ট্রেশন চেক করা যাবে। প্রথমত, মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১২১*৪৪৪৪# ডায়ার করে কল অপশনে ক্লিক করবেন। দ্বিতীয়ত, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “info” লিখে 1600 নাম্বারে সেন্ড করে দিবেন।
উপরোক্ত পদ্ধতিতে আপনি আপনার নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশনের তথ্য জানতে পারবেন। তবে আপনি যদি জানতে চান আপনার এন আইডি কার্ড দিয়ে আরও কয়টি সিম নিবন্ধন করা আছে, তাহলে সেজন্য ভিন্ন পদ্ধতি রয়েছে।
এক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন Reg <space> NID Number. তারপর আপনার মেসেজটি পাঠিয়ে দিবেন ৪৯৪৯ নাম্বারে। এভাবে মেসেজ করার পর রিপ্লাই মেসেজের মাধ্যমে আপনার এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা জানতে পারবেন।
হারানো সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিলো কিভাবে জানবো
যেকোনো সময় যেকোনো কারণে আমাদের মোবাইল সিম হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। মোবাইল সিম হারিয়ে গেলে বর্তমানে সেই একই সিম নাম্বার দিয়ে নতুনভাবে সিম সংগ্রহ করা যায়। কিন্তু এর জন্য হারিয়ে যাওয়া সিমটি যার নামে নিবন্ধন করা রয়েছে, সে ব্যক্তিকে পুনরায় আইডেন্টিটি ভেরিফাই করতে হয়।
অনেক সময় আমাদের সিম কার্ড হারিয়ে গেলে, আমরা জানতেই পারি না সেই সিমটি কার নামে নিবন্ধন করা ছিল। আমার অবস্থায় সেই মোবাইল সিমটি যদি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক একাউন্ট খোলা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, তাহলে সেই সিমটি পুনরায় উত্তোলন করা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
এক্ষেত্রে NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য আপনার সম্ভাব্য কয়েকজন ব্যক্তিকে বাছাই করবেন। তারপর অন্য একটি মোবাইল সিম থেকে উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে বাছাইকৃত ব্যক্তিদের এনআইডি কার্ড দিয়ে তাদের সিম রেজিস্ট্রেশন চেক করবেন। এভাবে কয়েকজন ব্যক্তির মধ্যে যেকোন একজনের রিপ্লাই মেসেজে উক্ত সিমের তথ্য আসলে, সেই ব্যক্তিকে দিয়ে সিমটি উত্তোলন করাতে পারবেন।
শেষকথা
যেহেতু সিম কার্ড অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তাই আপনার ব্যবহৃত সিমটি নিজের আইডি কার্ড দিয়েই নিবন্ধন করে নিবেন। পাশাপাশি খুব বেশি সিম কার্ড নিবন্ধন করা থেকে বিরত থাকুন।
আমি Nidbdris.info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বাংলাদেশের নাগরিক সেবা ও ই-সেবা সম্পর্কে দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা থেকে, এই ওয়েবসাইটে NID Card, e-Passport, Visa, Birth Certificate সম্পর্কিত টিউটোরিয়াল, দিকনির্দেশনা, ও সরকারি নোটিশ প্রকাশ করে থাকি।