NID Wallet কী? এনআইডি ওয়ালেট ডাউনলোড ও ব্যবহার

NID Wallet bd

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার জন্য একাউন্ট রেজিস্টার করতে চাইলে, ফেস ভেরিফিকেশন করে রেজিস্টার করতে হয়। এসময় নির্বাচন কমিশনের যেই সরকার মোবাইল অ্যাপটি ব্যবহার করতে হয়, সেটিই হলো NID Wallet App.

এই আর্টিকেলে এনআইডি ওয়ালেট কী, কিভাবে এনআইডি ওয়ালেট অ্যাপ ডাউনলোড করতে হয় এবং কিভাবে এই অ্যাপটি ব্যবহার করে NID একাউন্ট রেজিস্টার করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হলো।

NID Wallet কী?

NID Wallet হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড চেক করার ও ডাউনলোড করার আগে ফেস ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত সরকার নির্ধারিত একটি মোবাইল অ্যাপ। বাংলাদেশের সাধারন নাগরিকদের আইডি কার্ডের তথ্য নিরাপত্তা আরো মজবুত করার জন্য একাউন্ট রেজিস্টারের আগে ফেস ভেরিফাই করার পদ্ধতি যুক্ত করা হয়েছে। 

মূলত এনআইডি নাম্বার দিয়ে NIDW ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় আইডি কার্ডধারী ব্যক্তির ফেস ভেরিফিকেশন করতে হয়। এই ফেস ভেরিফিকেশন করতে হয় সরকারি মোবাইল অ্যাপ দিয়েই। আর সরকারি NID Wallet মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়েই সেই NIDW সার্ভারের কিউআর কোড স্ক্যান করে ফেস ভেরিফাই করতে হয়। 

এনআইডি ওয়ালেট অ্যাপ এর কাজ কী?

Nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার পর, আইডি সম্পর্কিত সেবা ভোগ করার জন্য একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পর কম্পিউটার স্ক্রিনে একটি QR Code দেওয়া হয়। তারপর এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে এই কিউ আর কোডটি স্ক্যান করে ফেস ভেরিফিকেশন করে নিতে হয়। 

NID Wallet App Download

NID Wallet App টি গুগল প্লে স্টোরে সাবমিট করা আছে। যেকোনো বাংলাদেশী নাগরিক গুগল প্লে স্টোর থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। 

এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোর অ্যাপ এ যাবেন। তারপর সার্চবারে গিয়ে NID Wallet লিখে সার্চ করলেই আপনার সামনে এই অ্যাপ টি চলে আসবে।

সেখান থেকে ইন্সটল অপশনে ক্লিক করলেই আপনার মোবাইলে এই অ্যাপ টি ডাউনলোড ও ইন্সটল হয়ে যাবে। এভাবে অ্যাপ ইন্সটল করার পর অ্যাপটিতে প্রবেশ করে আপনার মোবাইলের ক্যামেরা ব্যবহার করার পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন না দিলে আপনি এই অ্যাপ এর মাধ্যমে পরবর্তীতে ফেস ভেরিফিকেশন করতে পারবেন।

NID Wallet যেভাবে ব্যবহার করতে হয়

এনআইডি ওয়ালেট অ্যাপটি মূলত NIDW ওয়েবসাইটে একাউন্ট রেজিস্টার করার সময় ফেস ভেরিফিকেশন করতে ব্যবহার করতে হয়। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য বা নির্বাচন কমিশনের সার্ভার থেকে ছবিসহ আইডি কার্ড চেক করার জন্যই ফেস ভেরিফিকেশন করতে হয়।

এন আইডি নাম্বার বা ফরম নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্টার করার সময়, প্রথমে ঠিকানা ও মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর তৃতীয় ধাপে একটি QR Code স্ক্রিনে দেখানো হয়। এসময় NID Wallet App টি ওপেন করতে হবে।

তারপর প্রথমে “Agree And Continue” লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর কম্পিউটার স্ক্রিনের QR Code টি NID Wallet অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করা সম্পন্ন হলে, মোবাইল অ্যাপটিতে Start Face Scan লেখা দেখাবে। 

এরপর সেই লেখাটিতে ক্লিক করে আপনার চেহারা ক্যামেরার সামনে তুলে ধরলেই ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফাই করার পর পাসওয়ার্ড সেট করে একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। তারপর সেখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি চেক করতে এবং ডাউনলোড করতে পারবেন।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে NID Wallet অ্যাপ কি এবং এনআইডি ওয়ালেট অ্যাপটি কিভাবে ডাউনলোড ও ব্যবহার করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলেন। আশাকরি এখন থেকে আপনারা এই অ্যাপ এর সঠিক ব্যবহার সহজভাবেই করতে পারবেন।

Similar Posts