অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে, একটি সনদের সত্যতা যাচাই করা যায়। জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে এবং জন্ম নিবন্ধন PDF ডাউনলোড করতে পারবেন নিজে নিজেই।
জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা/ জন্ম নিবন্ধনে কোন ভুল আছে কিনা জানতে আমাদের জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। এছাড়াও তাৎক্ষণিক প্রয়োজনে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি সংগ্রহ করতে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে হয়।
জন্ম নিবন্ধন অনলাইন কিনা, তা verify bdris gov bd ওয়েবসাইট থেকে যাচাই করে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিন এখানে।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে, everify.bdris.gov.bd -এই লিংকে ভিজিট করুন। তারপর আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা পূরন করে Search করলেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে তথ্য দেখতে পাবেন।
তবে, ডিজিটাল করা ১৭ ভিজিট জন্ম নিবন্ধন নম্বর ছাড়া অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা জন্ম নিবন্ধন ডাউনলোড পিডিএফ করা যায় না। সেজন্য প্রয়োজন হয়- (19991917571102245) এরকম ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তা জানতেও অনলাইনে চেক করতে হবে।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
নিচের ফরমটি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ পূরণ করে যাচাই করুন:
আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে থাকলে, পরবর্তী পেজে হলে জন্ম নিবন্ধন এর সকল তথ্য দেখতে এবং জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন। তবে অনলাইন না হলে, অথবা হাতে লেখা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন হলে, প্রথমেই তা অনলাইন করে ১৭ ডিজিট করে নিন।
আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে,
- everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
- আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
- YYYY-MM-DD -ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- ক্যাপচা পূরন করে নিচের সার্চ বাটনে ক্লিক করুন।
এভাবে জন্ম নিবন্ধন অনলাইন যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের বিস্তারিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:
ধাপ ১: জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সাইটে ভিজিট
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমেই ভিজিট করুন- জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই লিংকে। এবার পরবর্তী পেজে নিবন্ধন যাচাইয়ের জন্য একটি ফরম দেখতে পাবেন।
ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর দিন
আপনার অনলাইন জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন, যা পূর্বেই অনলাইনে আছে। খেয়াল রাখবেন, যেন অনলাইন জন্ম নিবন্ধন যাচাই নম্বরটি অবশ্যই ১৭ ভিজিটের হয়।
ধাপ ৩: জন্ম তারিখ লিখুন
আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে সঠিক জন্ম তারিখটি লিখুন। এক্ষেত্রে জন্ম তারিখটি YYYY-MM-DD (প্রথম বছর -(হাইফেন) মাস- (হাইফেন) দিন) এই ফরম্যাটে ইংরেজি সংখ্যায় লিখুন। অথবা নিচের ছবির মতো ধাপে ধাপে তারিখটি সিলেক্ট করুন।
ধাপ ৪: ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
সর্বশেষ হিউম্যান ভেরিফিকেশন এর জন্য একটি ক্যাপচা প্রদান করা হবে। যা গাণিতিক প্রশ্ন আকারে থাকে, যেমন- (৫০-৩৭)। বেশিরভাগ ক্ষেত্রেই যোগ-বিয়োগ প্রশ্ন করা হয়। সেখানে সঠিক উত্তর লিখে (৫০-৩৭= “১৩”) search বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: জন্ম নিবন্ধন অনলাইন যাচাই|Verify bdris gov bd
আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে এবং আপনার জন্ম নিবন্ধন নম্বরটি অনলাইনে আগে থেকেই সংরক্ষিত থাকলে জন্ম নিবন্ধনের সকল তথ্য জানতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার ক্ষেত্রে, জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে না থাকলে এবং জন্মতারিখ ভুল হলে পরবর্তী পেইজে No Result Found দেখতে পাবেন।
ব্যাস, এভাবেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। পাশাপাশি পরবর্তীতে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড পিডিএফ করতে পারবেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন | Birth Certificate Correction।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
উপরোক্ত জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম অনুযায়ী জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন কিনা। সে জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে পাওয়া গেলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন থেকে তা সংগ্রহ করতে পারবেন।
তবে সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই তাৎক্ষণিক প্রয়োজনে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
উপরোক্ত জন্ম নিবন্ধন যাচাই করার পরবর্তী পেজে নিবন্ধন তথ্য স্ক্রিনে দেখতে পেলে কি-বোর্ড থেকে Ctrl + P চাপুন। তারপর সংযুক্ত প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন।
আপনার কাছে যদি প্রিন্টার না থাকে বা নিবন্ধন সনদটি সেভ করে রাখতে চান তাহলে, Print Preference থেকে Save to PDF অপশনে ক্লিক করে, তা কম্পিউটার ফাইলে সেভ করে রাখতে পারবেন। অথবা যদি মোবাইল দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে প্রিন্ট করে নিতে হবে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনে BDRIS এর নতুন নির্দেশনা সমূহ।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই – Birth Certificate Check
নাম দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য, আপনার নিজস্ব ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলর কার্যালয়ে যান। তারপর সংশ্লিষ্ট কর্মকর্তাকে নাম দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাইয়ের জন্য অনুরোধ করলে, তিনি সার্ভারে সংরক্ষিত ডাটাবেজ থেকে আপনার birth certificate check করে দিবে।
কোন সাধারণ মানুষ চাইলেই নিজে নিজে অনলাইনে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেনা। এই সুযোগ শুধুমাত্র ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলর কার্যালয়ের জন্যই রয়েছে। সাধারণ মানুষ জন্ম তারিখ এবং কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবে।
জন্ম নিবন্ধন যাচাই YYYY DD MM
জন্ম নিবন্ধন যাচাই YYYY DD MM করতে, everify.bdris.gov.bd -এই লিংকে যান। এবার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিন এবং YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। সর্বশেষে, ক্যাপচা পূরন করে Search করলেই verify bdris gov bd করতে পাবেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার নিয়ম।
অনলাইনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য, প্রথমে everify.bdris.gov.bd -লিংকে ভিজিট করুন। আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখুন। তারপর সঠিক জন্ম তারিখটি লিখুন। ক্যাপচা পূরন করে নিচের সার্চ বাটনে ক্লিক করুন।
ব্যাস, আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তবে আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন ১৬ ভিজিটের হলেও তা ১৭ ডিজিটের করে নিয়ে নিবন্ধন টি অনলাইনে আছে কিনা তা যাচাই করতে পারবেন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার জন্য- জন্ম নিবন্ধন এর শেষের ৫ ডিজিটের পূর্বে ০ যুক্ত করতে হবে। যেমন-
১৯৯৭১৯১৭৫৭১১২৭১৬ স্থলে শেষের ৫ ভিজিট- ১২৭১৬ এর পূর্বে ০ যুক্ত করে জন্ম নিবন্ধন নম্বরটি ১৯৯৭১৯১৭৫৭১০১২৭১৬ লিখে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে নিন।
পূর্বে জন্ম নিবন্ধন নম্বর ১৩ ও ১৬ ভিজিটের হতো। কিন্তু বর্তমানে বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে তার ডিজিটাল করুন ও ১৭ ডিজিট করা হয়।
ডিজিটাল বাংলাদেশের এ সময়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো সেবা পেতে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন করে নিন। তারপর ডিজিটাল কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
আরও পড়ুনঃ এক শব্দের নামে করা যাবেনা জন্ম নিবন্ধন আবেদন।
Jonmo Nibondhon Online Check | e Verify Bdris Gov BD
To verify your birth certificate online, first visit this link- everify.bdris.gov.bd. Then enter your 17 digit birth registration number. Then enter your date of birth in YYYY-MM-DD format. Fill in the Captcha and click on the “Search” button below.
On the next page of the jonmo nibondhon online check, you will find the pdf copy of your birth certificate. You can download this online copy.
Remember, you could verify your birth certificate, only if it is registered online. However, if it is not online or if you have a 16-digit birth registration, first make it 17-digit online registration.
FAQ’s
পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করবো?
হাতে লেখা জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের হলে সরাসরি everify.bdris.gov.bd সাইটে ভিজিট করে তা যাচাই করতে পারবেন। নিবন্ধনটি ১৬ ডিজিটের হলে প্রথমেই তা ১৭ ডিজিট নম্বর সংগ্রহ করুন।
কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড বা প্রিন্ট করা যায়?
Birth and Death Verification সাইটে ভিজিট করে ১৭ ডিজিট অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন। তারপর Ctrl+P প্রেস করে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন।
এক্ষেত্রে অনলাইন কপি সংগ্রহ করা যায়। মূল সনদ পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।
কিভাবে ১৬ ডিজিট জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা যায়?
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার জন্য- জন্ম নিবন্ধন এর শেষের ৫ ডিজিটের পূর্বে ০ যুক্ত করতে হবে। তারপর নিবন্ধন তথ্য যাচাই করে তা অনলাইন করার জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা যায় কোন ওয়েবসাইটে?
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার অফিসিয়াল ওয়েবসাইট everify.bdris.gov.bd। আপনি চাইলে আন অফিসিয়াল ওয়েবসাইট – nidbdris.info ব্যবহার করেও এটি চেক করতে পারবেন।
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় কি?
জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নম্বর বা কোড দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন। এর জন্য, Bdris ওয়েবসাইটের নিবন্ধন যাচাই পেইজে গিয়ে আপনার নিবন্ধনের রেজিস্ট্রেশন কোড নাম্বার ও জন্ম তারিখ লিখে, ক্যাপচা পূরণ করে সার্চ করুন।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায় কি?
হ্যা মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। আপনি যেকোন স্মার্টফোন ব্যবহার করেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। তবে এর জন্য মোবাইলে ইন্টারনেট কানেকশন এবং একটি ওয়েব ব্রাউজার থাকতে হবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে কত টাকা লাগে?
অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে কোন টাকা লাগে না। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন ও কম্পিউটার/ স্মার্টফোন প্রয়োজন হয়।
উপরোক্ত আলোচনায় জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ও অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড পিডিএফ (verify bdris gov bd যাচাই করুন) সম্পর্কে জানলেন। আশাকরি, সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন।
আমি Nidbdris.info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বাংলাদেশের নাগরিক সেবা ও ই-সেবা সম্পর্কে দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা থেকে, এই ওয়েবসাইটে NID Card, e-Passport, Visa, Birth Certificate সম্পর্কিত টিউটোরিয়াল, দিকনির্দেশনা, ও সরকারি নোটিশ প্রকাশ করে থাকি।
আইডি কার্ড করার জন্য কি স্কুলের সার্টিফিকেট দিতে হবে?
আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে চাইলে এটি অবশ্যই যুক্ত করতে পারেন।
I never thought I’d be able to verify my birth certificate online, thanks for sharing this useful step-by-step guide!
Thanks for your valuable comment
Thank you for sharing this valuable information. Your instruction on how to verify birth registration online is very helpful. I will definitely try this out.
Thanks for your valuable comment
farmaci a prezzo accessibile a Firenze GSK Burgdorf comprar medicamentos en España de
manera sencilla
online apotheek om medicijnen te kopen in Frankrijk Inopha
Mugnano di Napoli Medikamente ohne Rezept in der Schweiz erhältlich
prijzen van medicijnen zonder voorschrift Pensa Oberalm acquisto farmaci senza prescrizione medica a Bari
precio del medicamentos en Santiago DOC Seregno farmaci disponibili nelle farmacie svizzere