জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ২০২৪ | Birth Certificate Correction

আপনার শিশুর জন্ম সনদের কোন তথ্য সংশোধন অথবা ইংরেজি করতে চাচ্ছেন? তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম জেনে নিন এখানে।

শিশুর জন্ম রেজিস্ট্রেশন করার সময় একটি জন্ম সনদে যেকোনো তথ্য ভুল লিপিবদ্ধ হতে পারে। ফলে অনেক সময় আমাদের বোর্ড পরীক্ষার সার্টিফিকেটের সাথে এর তথ্য মিলে না। কিংবা অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকান্ডের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের সাথে জন্ম নিবন্ধনের তথ্য মিলে না।

আপনার জন্ম সনদেরও যদি কোন তথ্য সংশোধন করতে হয়, তাহলে ঘরে বসেই Birth Certificate Correction আবেদন করে স্বল্প সময়ের মধ্যে তথ্য সংশোধন করে নিতে পারবেন।

নিজে নিজে সঠিক নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরম পূরণ করার প্রক্রিয়া, কি কি লাগবে, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য এই আর্টিকেলে তুলে ধরা হলো।

একনজরে আলোচনার সূচীপত্র

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন 

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে, প্রথমেই bdris.gov.bd -লিংকে ভিজিট করে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। তারপর আপনার জন্ম সনদটি সিলেক্ট করুন। এবার সংশোধনের বিষয় সিলেক্ট করে, চাহিত সংশোধিত তথ্য ও ঠিকানার তথ্য দিন। তারপর উপযুক্ত ডকুমেন্ট আপলোড করে, OTP ভেরিফাই করে আবেদন সাবমিট করুন।

অনলাইনে আবেদন করার পর জন্ম সনদ সংশোধন আবেদনপত্র প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ে জমা দিন। এসময় অনলাইনে ই-পেমেন্টের মাধ্যমে অথবা সরাসরি ইউনিয়ন পরিষদে ফি জমা দিতে পারবেন। উপযুক্ত প্রমাণাদি থাকলে অল্প দিনের মধ্যেই আপনার সংশোধিত জন্ম নিবন্ধন হাতে পাবেন।

আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে,

  • BDRIS ওয়েবসাইটে ভিজিট করুন;
  • জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম সনদ অনুসন্ধান করে সিলেক্ট করুন;
  • সংশোধনের বিষয়, সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ দিন;
  • ঠিকানার তথ্য দিন;
  • ডকুমেন্ট আপলোড করুন;
  • আবেদনকারীর তথ্য দিন;
  • ওটিপি ভেরিফাই করে সাবমিট করুন।

নিজে নিজে অনলাইনে জন্ম তথ্য সংশোধন আবেদন করার জন্য এ সকল ধাপগুলো সম্পন্ন করতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে নিচের ছবিসহ দেখানো ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: BDRIS ওয়েবসাইটে প্রবেশ

ডিজিটাল বাংলাদেশের সকল সরকারি নাগরিক সেবাগুলো ইন্টারনেটের মাধ্যমে পরিচা্লিত হচ্ছে। এটি অনলাইন ভিত্তিক করার ব্যবস্থা করেছেন দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সেই সুবাদে দেশের নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল কর্মকাণ্ডগুলো এখন অনলাইনেই করা যায়।

একইভাবে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে চাইলেও অনলাইনে সংশোধন আবেদন করতে পারেন। আবেদন ফরমে সরাসরি প্রবেশ করতে ভিজিট করুন, https://bdris.gov.bd/br/correction -এই লিংকে।

এখানে নিবন্ধন সংশোধনের পাশাপাশি জন্ম সনদের সকল কার্যক্রমই পরিচালনা করা হয়।

ধাপ ২: BDRIS সার্ভারে কাঙ্খিত জন্ম নিবন্ধন অনুসন্ধান

এবার, একটি অনুসন্ধান ফর্ম সমৃদ্ধ পেজ দেখতে পাবেন। এখানে তিনটি ঘর থাকবে। আপনি যেই জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন, সেই জন্ম সনদের তথ্য এখানে দিয়ে সঠিক নিবন্ধনটি সার্চ করতে হবে। সার্ভারে সেই নিবন্ধনটি থেকে থাকলেই সংশোধনের আবেদন করতে পারবেন। নিবন্ধন অনুসন্ধানের জন্য নিম্নোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয়। এগুলো হলো:

  • প্রথমেই, আপনার কাঙ্খিত জন্ম সনদের ১৭ সংখ্যার অনলাইন/ ডিজিটাল রেজিস্ট্রেশন নম্বর লিখুন। খেয়াল রাখবেন জন্ম নিবন্ধনটি অবশ্যই ১৭ সংখ্যার কোন সমৃদ্ধ হতে হবে।
  • ২য় ঘরে, জন্ম সনদের তথ্যানুসারে সঠিক জন্ম তারিখ লিখুন।
  • সর্বশেষ ঘরে, একটি ক্যাপচা কোড সমৃদ্ধ ছবি দেখতে পাবেন। ছবিতে থাকা সকল সংখ্যা ও ইংরেজি অক্ষরগুলো নিচের ‘Enter Captcha’ ঘরে সঠিকভাবে লিখুন। এক্ষেত্রে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর ও সংখ্যা সঠিকভাবে লিখতে হবে। ক্যাপচা ভুল হলে তথ্য অনুসন্ধান করতে পারবেন না।
জন্ম-নিবন্ধন-সংশোধন-আবেদন

উপরোক্ত তিনটি তথ্য পূরণ করার পর নিচের ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। তাহলেই Birth Certificate Check করতে পারবেন।

আরও পড়ুনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইনে।

ধাপ ৩: জন্ম নিবন্ধন নির্বাচন করুন

অনুসন্ধান করার পর, সেই তথ্যের ভিত্তিতে একটি জন্ম নিবন্ধনের তথ্য দেখানো হবে। অধিকাংশ ক্ষেত্রে এখানে একটিমাত্র জন্ম সনদের তথ্যই দেখানো হয়। আপনার দেওয়া তথ্য অনুসারে- এখানে কিছু তথ্য দেখানো হবে। যথাঃ তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম এবং মাতার নাম ইত্যাদি। এগুলো সঠিক কিনা দেখে নিন। 

জন্ম-নিবন্ধন-সংশোধন-আবেদন-২

এ সকল তথ্যগুলো আপনার চাহিদা মাফিক হয়ে থাকলে ডান পাশের নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। তারপর জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন কার্যক্রম শুরু করুন।

ধাপ ৪: জন্ম নিবন্ধন সংশোধনের তথ্য পূরণ

এই ধাপে, birth certificate correction এর আবেদন করার মূল পেজটি ওপেন হবে। জন্ম সনদের যে সকল তথ্য সংশোধন করা যায়, তার প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন ভাবে এখানে সংশোধনের আবেদন করতে পারবেন।

তথ্য সংশোধনের জন্য, এখানে ৩ টি অংশ পূরণ করতে হবে। যথা: (১) প্রতিটি তথ্যের বিষয় বা নির্দিষ্ট তথ্যের নাম, (২) চাহিত সংশোধিত তথ্য এবং (৩) তথ্য সংশোধনের কারণ দিতে হবে।  

আপনি যে সকল তথ্যটি তথ্যাবলী পরিবর্তন করতে চাচ্ছেন, তার প্রতিটির জন্য আলাদা লাইন সিলেক্ট করে তথ্যপূরণ করতে হবে।

birth-certificate-correction-online

ধাপ ৫: সংশোধনের বিষয়, সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ দিন

এটি জন্ম নিবন্ধন সংশোধন করার মূল ধাপ। আপনার তথ্য সঠিকভাবে পূরণ করতে নিচের তিনটি অংশ ভালোভাবে জেনে নিনঃ

(১) সংশোধনী তথ্যের বিষয়

সর্বপ্রথম বিষয় ঘরে, কাঙ্খিত সংশোধিত তথ্যের বিষয় নির্বাচন করুন। এখানে নাম বাংলা ও ইংরেজিতে, বয়স, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্যের তালিকা পাবেন।

একটি নিবন্ধনের যত তথ্য রয়েছে, তার সকল গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের জন্য এখানে নির্দিষ্টভাবে আলাদা আলাদা বিষয় পাবেন। এখান থেকে আপনার সংশোধনের সঠিক বিষয়বস্তু সিলেক্ট করুন।

(২) চাহিত সংশোধিত তথ্য পূরণ

এই ঘরে আপনি জন সনদ সংশোধন করে যেই নতুন তথ্য সংযোজন করতে চাচ্ছেন তা পূরণ করতে হবে। এটি খুবই সতর্কতার সাথে সঠিক ও নির্ভুলভাবে পূরণ করা আবশ্যক। এখানে সংশোধনের তথ্য পরিবর্তন করতে নতুন তথ্যটি লিখুন।

এক্ষেত্রে সংশোধনের বিষয়বস্তুটি যদি হয় পিতার নাম ইংরেজিতে, তাহলে তা সঠিকভাবে লিখুন। (যেমন: আব্দুল বাতেন = Abdul Baten লিখুন)। 

এভাবেই, মাতার নাম, নিজের নাম ইত্যাদি যা পরিবর্তন করতে চান, তা পূরন করুন। তবে বয়স সংশোধন করতে চাইলে, একটি ক্যালেন্ডার অপশন আসবে। সেক্ষেত্রে ক্যালেন্ডার থেকে সঠিক তারিখটি নির্বাচন করে দিতে হবে।

(৩) জন্ম নিবন্ধন সংশোধনের কারণ লিখুন

এই ঘরে, আপনি যে কারণে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন তা উল্লেখ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই সংশোধনের কারণ হিসেবে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’ -এই কারণটি সিলেক্ট করে থাকি। তবে আপনার তথ্য সংশোধনের ক্ষেত্রে ভিন্ন কোনো কারণ থাকলে, তা সিলেক্ট করতে পারেন।

উপরোক্ত তিনটি ধাপেই প্রতিটি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে হবে। আপনি চাইলে একইসাথে একাধিক তথ্য সংশোধন করতে পারে। সেজন্য নতুন তথ্য সংযুক্ত করতে- ‘আরো তথ্য সংযোজন করুন’ লেখাতে ক্লিক করুন। তারপর নতুন আরেকটি লাইন আসলে সেখানে উপরোক্ত নিয়মে তথ্য পূরণ করুন।

সংশোধনী তথ্য সংযুক্ত করার পর কোনটি অপ্রয়োজনীয় মনে হলে তা বাদ দিতে ডান পাশের ‘Delete’ বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৬: নিবন্ধনকারীর ঠিকানার তথ্য পূরণ

সাধারণত নিবন্ধনকারী ব্যক্তির ঠিকানা পরিবর্তন করতে চাইলে, তার ঠিকানার সকল তথ্যগুলো পূরণ করতে হয়। জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে প্রতিটি ঠিকানার তথ্যই নতুনভাবে বাংলা ও ইংরেজিতে পূরন করতে হয়।

এখানে ব্যক্তির জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার বিস্তারিত তথ্য দিতে হয়। যেহেতু এটি একজন ব্যক্তির প্রাথমিক পরিচয় পত্র, তাই এই তথ্যগুলো থাকা আবশ্যক। 

আপনি যেই ঠিকানার তথ্য সংশোধন করতে চাচ্ছেন, সেই ঠিকানার পাশে থাকা চেক বক্সে ✅ ক্লিক করুন। তারপর তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করতে পারবেন।

জন্ম-নিবন্ধন-সংশোধন-আবেদন-ঠিকানা-সংশোধন

(১) জন্মস্থানের ঠিকানা

এখানে প্রথমে জন্মস্থানের ঠিকানা পূরণ করতে হবে। ঠিকানা তথ্য দেওয়ার সময় ধারাবাহিকভাবে নিচের তথ্যগুলো পূরণ করুন:

  • নিবন্ধনকারী ব্যক্তির দেশ।
  • বিভাগ।
  • জেলা।
  • উপজেলা।
  • ইউনিয়ন।
  • ওয়ার্ড।
  • ডাকঘর (পোস্ট অফিস ও পোস্ট কোড)।
  • গ্রাম/ পাড়া/ মহল্লা।
  • এবং বাসা ও সড়ক।

এখানে দেশ ও বিভাগ নির্বাচন করার পর‌‌‌ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড নির্বাচন করার অপশন পাবেন। ঠিকানার যে সকল তথ্যগুলোর পাশে লাল (*) চিহ্ন রয়েছে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।

(২) স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা

স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য পরিবর্তন করতে পাশে থাকা চেক বক্সে ✅ ক্লিক করুন। এবার সবগুলো অপশন দেখতে পাবেন। এখানে জন্মস্থানের ঠিকানার মতো একইভাবে স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্যগুলোও দিতে হবে। আপনি যেই ঠিকানা সংশোধন করতে চাচ্ছেন, শুধুমাত্র সেই ঠিকানার তথ্য পূরণ করলেই হবে।

ধাপ ৭: উপযুক্ত ডকুমেন্ট আপলোড

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের সকল বিষয়বস্তু সঠিকভাবে পূরণ করার পর, আবেদন পেজটি স্ক্রল করে নিচের দিকে যান। এবার সংযুক্তি আপলোড করার অপশন পাবেন। এই ধাপে, আপনি যেই তথ্য সংশোধন করতে চাচ্ছেন, তার উপযুক্ততার ভিত্তিতে এক বা একাধিক সংশোধনী প্রমাণপত্র আপলোড করতে হবে।

ভিন্ন ভিন্ন তথ্যের জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। খেয়াল রাখবেন আপনার তথ্যটির সাথে সংযুক্তির ফাইলটির যেন সামঞ্জস্যতা থাকে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ২০২৪

জন্ম-নিবন্ধন-সংশোধন-আবেদন-ডকুমেন্টস-আপলোড

ফাইল আপলোড করার জন্য প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারে সেগুলো সংরক্ষণ করতে হবে। এবার প্রথমে সংযোজন বাটনে ক্লিক করুন। তারপর ডিভাইস থেকে সেই কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করুন। তারপর সংশোধনের আবেদন পেইজে ফাইলটি ওপেন হলে, ফাইল টাইপ সিলেক্ট করুন। তারপর Start বাটনে ক্লিক করুন।

আবেদনটি এপ্রুভের জন্য বেশি গ্রহণযোগ্য করতে সংযোজন বাটনে ক্লিক করে আরো ফাইল যুক্ত করতে পারেন।

ধাপ ৮: আবেদনকারীর তথ্য প্রদান ও ওটিপি যাচাই

সর্বশেষ ধাপে, আবেদনকারীর তথ্য দিতে হয়। পাশাপাশি নিবন্ধনকারী ভেরিফিকেশনের জন্য OTP যাচাই করা হয়। আবেদনকারীর তথ্য পূরণের ক্ষেত্রে, নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করুন:

  • আবেদনকারী ব্যক্তির সাথে নিবন্ধনাধীন ব্যক্তির সম্পর্ক সিলেক্ট করুন। (আবেদনকারীর সাথে নিবন্ধনাধীন ব্যক্তির সম্পর্ক পিতা/ মাতা/ নিজে হলে, স্বয়ংক্রিয়ভাবে নাম চলে আসবে)।
  • আবেদনকারীর নাম লিখুন। 
  • ইমেইল এড্রেস লিখুন।
  • ফোন নাম্বার লিখুন।
জন্ম-নিবন্ধন-সংশোধন-আবেদন-আবেদনকারীর-তথ্য-পূরন

এবার OTP Code (One Time Password) ভেরিফিকেশনের জন্য, আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি কোড পাঠানো হবে। ওটিপি কোডটি সর্বশেষ ঘরে লিখুন।

ধাপ ৯: Birth Certificate Correction আবেদন সাবমিট করুন

OTP কোড ভেরিফাইড করার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। তারপর ইউনিয়ন পরিষদে গিয়ে সংশোধন ফি ও অনলাইন আবেদনের কপি জমা দিবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

জন্ম সনদ সংশোধনের আবেদন সম্পন্ন করার পর, আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে -এমন একটি মেসেজসহ পেজ আসবে। এই পেজে অ্যাপ্লিকেশন আইডি সহ আবেদন কপির ডাউনলোড লিংক থাকবে। প্রিন্টার থাকলে এখানের ‘আবেদন প্রিন্ট করুন’ লেখাতে ক্লিক করে আবেদনের কপিটি প্রিন্ট করা যায়।

এভাবে প্রিন্ট করতে অথবা প্রিন্ট প্রেফারেন্স থেকে ডিভাইসে Save করতে পারবেন। ইউনিয়ন পরিষদে এই আবেদনের কপি জমা দিতে হয়। 

জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম | Birth Certificate Correction 

পূর্বে যাদের জন্ম সনদ করা হয়েছিল, সেগুলো শুধু বাংলাতে BDRIS সার্ভারে আপলোড করা হয়েছে। কিন্তু নাগরিক সেবা ভোগ করতে জন্ম সনদ বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রয়োজন। জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য তথ্য সংশোধনের আবেদন করতে হয়। 

জন্ম নিবন্ধন ইংরেজি করতে উপরোক্ত জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম অনুসারে, একইভাবে আবেদন করতে হবে। আবেদনের বিষয়বস্তু থেকে- নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে।

তারপর নিবন্ধন অনুসারে বাংলা নামটির সঠিক ইংরেজি বানান লিখে, বাংলা ও ইংরেজিতে নিবন্ধনকারীর ঠিকানার তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৪

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন একজন ব্যক্তির প্রাথমিক পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র। তাই এর তথ্য সংশোধন করতে চাইলে সংশোধিত তথ্যের জন্য উপযুক্ত ডকুমেন্টস আপলোড করতে হয়। আপনার প্রমানের সাথে চাহিত সংশোধিত তথ্যের সম্পর্ক বা যুক্তিগত মিল না থাকলে, আবেদনটি বাতিল করা হবে। 

একটি জন্ম সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণত- নাম, নামের অংশ, পিতা-মাতার নাম, ঠিকানা ও বয়স পরিবর্তন করা হয়।

আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪

এ সকল তথ্যের ভিত্তিতে আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। জন্ম সনদ সংশোধনের জন্য যে সকল কাগজপত্র আপলোড করতে পারবেন, তার একটি তালিকা প্রণয়ন করা হলো:

Birth Certificate Correction করতে যা যা লাগে

সংশোধনের বিষয়বস্তুজন্ম নিবন্ধন সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র
১। জন্ম নিবন্ধনে নিজের নাম/ আংশিক/ নামের বানান সংশোধনEPI টিকা কার্ড/ হাসপাতালের প্রত্যয়ন পত্র।
নিবন্ধনাধীন ব্যক্তির NID Card।
নিবন্ধনাধীন ব্যক্তির JSC/SSC/সম্মান ইত্যাদি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট।
পাসপোর্ট এর কপি।
কাবিন নামার কপি; (প্রযোজ্য ক্ষেত্রে)।
২। জন্ম নিবন্ধনের তথ্য ইংরেজি করননিবন্ধনাধীন ব্যক্তি/ শিশুর বিদ্যালয়ের ইংরেজি নাম উল্লেখিত প্রত্যয়ন পত্র।
অথবা, প্রাপ্তবয়স্ক হলে নিবন্ধনাধীন ব্যক্তির এনআইডি কার্ডের কপি।
পিতা-মাতার NID Card।
৩। জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম/ আংশিক/ নামের বানান সংশোধননিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার NID Card।
পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি; (প্রযোজ্য ক্ষেত্রে)।
পিতা বা মাতা মৃত্যুবরণ করলে মৃত্যু সনদের কপি।
আবেদনটি জোরদার করার জন্য অন্যান্য ভাই-বোনদের ভোটার আইডি কার্ডের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)
৪। জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানা সংশোধননিবন্ধনাধীন ব্যক্তির এনআইডি কার্ডের কপি।
হাল সনের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ।
সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।
৫। জন্ম নিবন্ধনে বর্তমান ঠিকানা সংশোধনবর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি। (গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি)

জন্ম সনদের তথ্য সংশোধন করতে উপযুক্ত প্রমাণাদি পূর্বেই ডিভাইসে সংগ্রহ করতে হবে। একইসাথে প্রতিটি সংযুক্তি ফাইলের সাইজ 100KB এর নিচে রেখে এডিট করতে হবে। 

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

অনলাইনে জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করতে না চাইলেও সরাসরি ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ে আবেদন করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে জন্ম সনদ সংশোধন ফরম সংগ্রহ করতে হবে।

তারপর তাতে সংশোধনের বিষয়বস্তু, চাহিত সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ উল্লেখ করে, জন্ম তারিখ ও জন্ম সনদের নম্বর দিয়ে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট পিন আপ করে জমা দিলেই হয়।

জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড

ইউনিয়ন পরিষদে সরাসরি জন্ম সনদ সংশোধনের আবেদন করতে হলে আবেদন ফরম প্রয়োজন হয়। আবেদন ফরমটি সরাসরি সংশ্লিষ্ট কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকেও আবেদন ফরমটি ডাউনলোড করতে পারেন: জন্ম ও মৃত্যু সনদ বাতিল/ সংশোধন আবেদন ফরম। 

সংশোধন আবেদন ফরমের নমুনা:

birth-certificate-correction-application-form

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন চেক

গত বছর সংশোধনী আবেদনের অবস্থা যেকেউ অনলাইন থেকে জানতে পারতো। তবে বর্তমানে জন্ম সনদ সংশোধন আবেদন অবস্থা যাচাই করার জন্য একটি ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। এগুলো শুধুমাত্র জনপ্রশাসন কার্যালয়ের কাছেই রয়েছে।

এই প্রক্রিয়া আবেদনের বর্তমান অবস্থা জানতে ভিজিট করুন- https://bdris.gov.bd/br/application/status, এই লিংকে। তারপর লগইন করে আপনার আবেদনের ধরন, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ লিখুন। এবার ‘দেখুন’ লেখাতে ক্লিক করলেই আপনার আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন – NIDBDRIS

Online Birth Certificate Correction করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য রেজিস্টার জেনারেলের কার্যালয় কর্তৃক নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করা হয়। সংশোধনের বিষয়বস্তু অনুযায়ী সেই সরকারি ফি ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হতে পারে। জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

জন্ম নিবন্ধন সংশোধন ফি ২০২৪

সংশোধনের বিষয়বস্তুদেশে সংশোধনবিদেশে সংশোধন
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন১০০ টাকা২ মার্কিন ডলার
নিবন্ধনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন৫০ টাকা১ মার্কিন ডলার
তথ্য সংশোধনের পর বাংলায় এবং ইংরেজিতে জন্ম সনদের কপি সংগ্রহবিনা খরচেবিনা খরচে
তথ্য সংশোধনের পর বাংলায় ও ইংরেজিতে উভয় ভাষায় জন্ম সনদের নকল সংগ্রহ৫০ টাকা১ মার্কিন ডলার

বর্তমানে জন্ম নিবন্ধনের ই-পেমেন্ট কার্যক্রম চালু থাকায়, এই ফি গুলো অনলাইনে পরিশোধ করা তূলনামূলক সহজ।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে

জন্ম নিবন্ধনের কোন তথ্য সংশোধনের আবেদন করার পর, আবেদনটি যাচাই-বাছাই করা হয়। তারপর সেই তথ্য সার্ভারে আপলোড করার জন্য BDRIS -এর কার্যালয় পাঠানো হয়। সেখান থেকে আপলোড করার পরেই আমরা নতুন তথ্যগুলো BDRIS সার্ভারে পাই।

এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। তারপরই আপনি অনলাইন থেকে সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। অথবা ইউনিয়ন পরিষদ থেকে মুলক অফিস সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধনের অন্যান্য তথ্যের মতো সহজে বয়স সংশোধন করা যায়না। সরকারি নীতিমালা অনুযায়ী জন্ম সনদের বয়স পরিবর্তন করা এখন প্রায় অসম্ভব।

কিন্তু উপযুক্ত প্রমাণপত্র থাকলেও শুধুমাত্র নিবন্ধনে থাকা দিন ও মাস পরিবর্তন করা যেতে পারে। সেক্ষেত্রে বয়স সংশোধন ফি ১০০ টাকা। কিন্তু বৈধভাবে জন্ম তারিখের বছর পরিবর্তন করা যাবে না।

জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম

বাংলাদেশে জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে খুবই সহজেই নামের বানান বা নামের একটি অংশ পরিবর্তন করা যায়। তার জন্য উপরোক্ত পদ্ধতিতে আবেদন করতে পারেন। আংশিক নাম পরিবর্তন করতে ৫০ টাকা ফি দিতে হবে ও উপযুক্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। কিন্তু বর্তমানে নামের মূল অংশ পরিবর্তন করা কঠিন/ প্রায় অসম্ভব।

জন্ম নিবন্ধনে পিতা/ মাতার নাম সংশোধন

Birth certificate এর পিতা/মাতার তথ্য সংশোধন করা সহজ। যেমন- পিতা/ মাতার নামের বানান, আংশিক নাম, পিতা/মাতার নাম ইংরেজিতে, পিতা/মাতার জাতীয়তা ইত্যাদি। এক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে পিতা/ মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ কিংবা ভোটার আইডি কার্ডের কপি সংযোজন করতে পারেন। সংশোধন ফি ৫০ টাকা।

জন্ম নিবন্ধন স্থায়ী ঠিকানা সংশোধন করার নিয়ম

Birth certificate এর স্থায়ী ঠিকানার তথ্য সংশোধন করতে চাইলে, শুধুমাত্র জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্যগুলো পূরণ করতে হবে।  প্রমাণপত্র হিসেবে দিতে পারেনঃ

  • নিবন্ধনাধীনর NID কার্ডের কপি।
  • চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র।
  • হোল্ডিং ট্যাক্সের রশিদ।

এগুলো আবেদনে সংযোজন করা উপযুক্ত। সংশোধন ফি ৫০ টাকা।

Jonmo Nibondhon Songsodhon|Birth Certificate Correction

To apply for birth certificate correction, first visit the birth and death registration website bdris.gov.bd. Then select your birth registration by searching with the desired birth registration number and date of birth, for correction.

Now, when birth registration correction page opens, select correction subject. Then fill in the required corrected information and your address information. After that, verify the OTP with the applicant’s details by uploading the appropriate credentials (documents).

After the end of the online application process, Pay your birth certificate correction application fee online and collect copy of A-challan. Along with this, print the birth certificate correction application form and submit it to the concerned Union Council/ Municipal office. You will receive your revised and corrected birth certificate within few days.

শেষকথা

উপরোক্ত পদ্ধতিতে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন। তবে নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ একটি জন্ম সনদের তথ্য শুধুমাত্র ৬ বার সংশোধন করা যায়। তাই যখন সংশোধনের আবেদন করবেন তখন কি কি তথ্য সংশোধন করা জরুরী তা বিবেচনা করুন। তারপর একসাথে আবেদন করুন।

জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সনদ | Birth Certificate Bangladesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *