অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়| No Record Found 

জন্ম নিবন্ধন যাচাই করলে, মাঝে মাঝে No Result Found লেখা দেখায়। জেনে নিন জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন এবং সমাধানের উপায়।

মূলত জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে শুধুমাত্র ডিজিটাল জন্ম নিবন্ধন এর তথ্যগুলো আপলোড করা হয়েছে। পুরাতন, হাতে লেখা নিবন্ধনের তথ্য কিংবা ১৬ ডিজিটের জন্ম সনদের তথ্যগুলো অনলাইনে লিপিবদ্ধ নেই। ২০০১ সালের পূর্বে যাদের জন্ম নিবন্ধন হয়েছে বা পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন হলে, তা bdris সার্ভারে পাওয়া যায় না। ফলে সার্ভারে তথ্য অনুসন্ধান করলে “No Record Found” লেখা দেখায়। এছাড়াও আরো বিভিন্ন কারণে অনলাইনে জন্ম সনদের তথ্য পাওয়া যায় না। 

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন বিভিন্নরকম হতে পারে। যেমন:

(১) আপনার নিবন্ধনের কোডটি ১৭ সংখ্যার না হলে

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অবশ্যই ১৭ সংখ্যার নিবন্ধন কোডটি লিখতে হয়। অনেকের জন্ম সনদ অনলাইন করা নেই বলে ১৬ সংখ্যার নিবন্ধন কোড লিখে সার্চ করে। সে ক্ষেত্রে কোন তথ্য Bdris সার্ভার থেকে পাওয়া যাবে না।

আরও পড়তে পারেনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই | জন্ম সনদ ডাউনলোড পিডিএফ

(২) জন্ম তারিখ সঠিকভাবে না লিখলে

প্রতিটি ইউনিক নিবন্ধন কোডের একটি নির্দিষ্ট জন্ম তারিখ থাকে। সেই ইউনিক কোডের জন্ম তারিখটির তথ্য অনুযায়ী, আপনাকে সঠিক জন্ম তারিখ লিখতে হবে। আপনার নিবন্ধনটি অনলাইন করার ১৭ সংখ্যার নিবন্ধন হলেও, ভুল জন্ম তারিখ দিলে কোন তথ্য পাবেন না।

birth-certificate-no-record-found

(৩) জন্ম তারিখটি YYYY-MM-DD ফরম্যাটে না লিখলে

জন্ম সনদের তথ্য অনুসন্ধানের জন্য, https://everify.bdris.gov.bd/ -ওয়েবসাইটে ভিজিট করে, সঠিক জন্ম সনদের কোড ও জন্ম তারিখ লিখে অনুসন্ধান করতে হয়। এক্ষেত্রে জন্ম তারিখ লেখার জন্য YYYY-MM-DD (বছর-মাস-দিন) -এই ফরম্যাট টি নির্ধারণ করা হয়েছে। তাই জন্ম তারিখ লেখার সময় প্রথমে আপনার জন্ম সাল, তারপর সেই জন্ম সালের মাস, এবং সর্বশেষ জন্ম তারিখ টি লিখতে হবে। অর্থাৎ ২০১১ সালের আগস্ট মাসের ৫ তারিখে নিবন্ধনকারীর জন্ম তারিখ হলে, ‘2011-08-05’ এভাবে জন্ম তারিখটি লিখতে হবে। 

(৪) সার্ভারে সমস্যা থাকলে

বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট/ সার্ভারগুলোতে প্রায়ই সার্ভার ডাউন জনিত সমস্যা দেখা দেয়। সারা দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন সার্ভিস দেওয়ার ফলে এ সার্ভারগুলোতে সমস্যা দেখা দেয়। ফলে অনেক সময় জন্ম নিবন্ধন যাচাই করে তথ্য অনুসন্ধান করলেও, পরবর্তীতে ব্ল্যাংক পেজ সামনে আসতে পারে।

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করনীয়

উপরে আমরা জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন গুলো জেনেছি। অনলাইনে নিবন্ধন চেক করার পর No Record Found লেখা দেখানো হলে, প্রথমেই আপনার জন্ম সনদটির জন্ম তারিখ এবং নিবন্ধন কোড ঠিক আছে কিনা দেখতে হবে। জন্ম তারিখ সঠিক হলে, জন্ম তারিখ লেখার ফরম্যাট YYYY-MM-DD (বছর-মাস-দিন) -এই ফরম্যাটে হলে এবং ১৭ সংখ্যার নিবন্ধন কোড হলে, তখন সঠিক তথ্য দেখাবে।

কিন্তু সবকিছু ঠিক থাকার পরও যদি আপনার জন্ম সনদের তথ্য দেখানো না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে সনদটি অনলাইনে নিবন্ধন করা নেই। এই সমস্যার সমাধান করতে সরাসরি ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন কাউন্সিলর/ পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে আপনার সনদটি অনলাইন করার জন্য আবেদন করতে হবে।

আরও পড়তে পারেনঃ জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৪

শেষকথা

অনলাইনে আপনার জন্ম নিবন্ধনের তথ্য না পেলে প্রথমেই তা অনলাইন করার জন্য আবেদন করুন। কিন্তু যদি তাতেও সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার নিকটস্ত ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। আর জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন গুলো ঠিক করে সেই তথ্য অনলাইনে পেলে, প্রয়োজন অনুসারে তা সংশোধন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *