এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা যাবেনা

এক-শব্দের-নামে-করা-যাবেনা-জন্ম-নিবন্ধন-আবেদন

এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা যাবেনা। প্রত্যেক ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হবে কমপক্ষে দুই শব্দের নাম দিয়ে।

জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়। ঘোষণা করা হয়েছে- সখিনা, জরিনা, রাহেলা, মর্জিনা, রশিদ- এ ধরনের এক শব্দের নামে করা যাবেনা জন্ম নিবন্ধন। অনলাইনে আবেদন করলেও তা বাতিল করার কড়া নির্দেশনা দিয়েছেন রেজিস্টার জেনারেলের কার্যালয়। 

জন্ম নিবন্ধনের নামানুসারে তৈরি হয় ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট। এক শব্দের নামে পাসপোর্ট তৈরি এবং বিদেশে বিভিন্ন সেবা নিতে সমস্যা হয়। তাই নতুন নিবন্ধন গুলো করতে হবে ২টি অংশের নাম দিয়ে।

জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম

এখন থেকে এক শব্দের নাম দিয়ে আর হবেনা জন্ম নিবন্ধন, আবেদনের সময় দিতে হবে কমপক্ষে দুই শব্দ বিশিষ্ট নাম। জরিনা, রাহেলা -এরকম নাম দিয়ে জন্ম নিবন্ধন এর আবেদন করলে আবেদন বাতিল করার কড়া নির্দেশনা দিয়েছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান।

আরও পড়তে পারেনঃ আরও পড়তে পারেনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে

বাংলাদেশের বহু নাগরিক অসাবধানতাবশত বা অজ্ঞাতে তাদের নিজেদের বা সন্তানদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে শুধু ডাক নাম বা এক শব্দের নাম দিয়ে নিবন্ধনের আবেদন করে থাকেন। কিন্তু একক শব্দ বিশিষ্ট নামের সেই নিবন্ধন অন্যান্য রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক মহলে পাসপোর্ট তৈরি ও ভিসা সংগ্রহ সহ নানান ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায় না। এতে নাগরিক সুযোগ-সুবিধা পেতে সমস্যার সৃষ্টি হয়।

বাংলাদেশী নাগরিকদের নামের কারণে পরবর্তীতে যেন কোন প্রকার সমস্যায় পড়তে না হয়, সেজন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় থেকে গ্রহণযোগ্য দুই শব্দের নাম দিয়ে নিবন্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেনঃ নতুন জন্ম নিবন্ধন আবেদনে BDRIS এর নতুন নির্দেশনা সমূহ

এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা যাবেনা যে সকল কারণে

বাংলাদেশের নাগরিকদের প্রাথমিক রাষ্ট্রীয় সনদপত্র বা নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে। এই নিবন্ধনের তথ্যানুসারেই পরবর্তীকালে একজন ব্যক্তির জীবনব্যাপী অন্যান্য নাগরিকত্ব সনদে এবং জাতীয় পরিচয়পত্রে নাম, বয়স ও যাবতীয় পরিচিতি তুলে ধরা হয়। 

কোন ব্যক্তি যদি এক শব্দ বিশিষ্ট নাম দিয়ে জন্ম নিবন্ধন করে, তাহলে পরবর্তীতে তাকে নানান জটিলতার সম্মুখীন হতে হয়। কারন, প্রাপ্তবয়স্কদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকান্ডে এক শব্দ বিশিষ্ট নাম ততটা গ্রহণযোগ্যতা পায়না।

আরও পড়তে পারেনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন | No Record Found

ডিজিটালাইজড এই যুগে অধিকাংশ অনলাইন ভিত্তিক কর্মকান্ড, ই-কমার্স, ব্যাংক একাউন্ট খোলা পরিচালনায় নামের প্রথম অংশ ও শেষ অংশ হিসেবে, কমপক্ষে দুই শব্দের নাম দিতে হয়। অন্যদিকে, এক শব্দের নাম দিয়ে পাসপোর্ট করা গেলেও, বৈদেশিক কর্মকাণ্ডে, ভিসা সংগ্রহে, ট্রাভেল করতে নানান সমস্যার সৃষ্টি হয়। 

এমতাবস্থায়, একজন ব্যক্তিকে জন্ম নিবন্ধন সনদের বহির্ভূত অতিরিক্ত শব্দের নাম যুক্ত করতে হয় (যেমন: রাহেলা, পাসপোর্টে দিলেন- রাহেলা বেগম)। ফলে পরবর্তীতে নতুন ডকুমেন্টের সাথে জন্ম নিবন্ধন এর নামের মিল না থাকায় নিবন্ধন সনদটি সংশোধন করতে হয়। তাই এই সকল জটিলতা এড়াতে প্রাথমিকভাবেই ২ শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা যুক্তিসঙ্গত।

আরও পড়তে পারেনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন – NIDBDRIS

বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ঘোষণা

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (BDRIS), জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন বিষয়ক যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। BDRIS জন্ম নিবন্ধনে ২ শব্দ বিশিষ্ট নাম দেওয়ার নতুন নির্দেশনা আরোপ করেছেন।

জানা যায়, গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ন্যূনতম ২ শব্দের নামে জন্ম নিবন্ধন ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ২৫ অক্টোবর মাঠ প্রশাসনে সে বিষয়ক নির্দেশনা পাঠানো হয়। পরবরর্তীতে, নিবন্ধক কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল ‘মো. রাশেদুল হাসান’ গত ৫ নভেম্বর সংবাদমাধ্যমকে জানান, “এখন থেকে জন্ম নিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে দুই শব্দের হতে হবে। 

এখন থেকে হালিমা, সখিনা, মর্জিনা, শাওন, সোহান, রশিদ -এ ধরনের এক শব্দের নামে আর জন্ম নিবন্ধন সনদ ইস্যু করা হবে না। এবং এর ব্যত্যয় হলে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হবে না। এক্ষেত্রে, নাম দুই শব্দ বিশিষ্ট, যেমন: হালিমা বেগম, মর্জিনা খাতুন, আব্দুর রশিদ বা মো. সোহান আহমেদ এভাবে নাম লিখতে হবে।” 

জন্ম নিবন্ধনের এক শব্দের নাম সংক্রান্ত নানান জটিলতা এড়াতে, রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে সংশ্লিষ্ট সকল অফিসকে নির্দেশনা দিতে বলেছেন।

রাশেদুল হাসান আরো বলেন, “জন্ম নিবন্ধন একজন ব্যক্তির প্রথম ও প্রাথমিক নিবন্ধন/ নথি। জন্ম নিবন্ধন সনদ নিবন্ধনাধীন ব্যক্তির ও তার পিতা-মাতার পরিচয় বহন করে। এই প্রাথমিক সনদটির উপর ভিত্তি করে পরবর্তীতে ব্যক্তি জীবনের সকল নিবন্ধন হয়ে থাকে। এক শব্দ বিশিষ্ট নামের কারণে সেসকল নিবন্ধন কার্যক্রমে জটিলতা দেখা দেয়। তাই শুধু ডাক নাম বা এক শব্দ বিশিষ্ট নাম উল্লেখ করে জন্ম নিবন্ধন করা যাবে না। 

আরও পড়তে পারেনঃ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড – Birth Certificate Download

লেখকের মতামত 

এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন সনদ করলে যেহেতু বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। তাই প্রথমেই ২/৩/৪ শব্দের নাম দিয়ে শিশুর নিবন্ধন করাই বুদ্ধিমত্তার কাজ।

Similar Posts