জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই – NIDBDRIS

Jonmo nibondhon abedoner bortoman obostha jachai

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন করেছেন? তাহলে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করে আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা জানতে পারবেন।

আমরা অনেকেই নতুন জন্ম নিবন্ধনের জন্য বা পুরাতন জন্ম নিবন্ধন সংশোধন করতে অনলাইনে আবেদন করে থাকি। কিন্তু সেই আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা তা জানা যায় না। আবেদনটি এপ্রুভ হলেও আমাদের জন্ম সনদটি পেতে কতদিন সময় লাগতে পারে, তা জানার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা যাচাই করার মাধ্যমে Birth Certificate Application Status জানা যায়।

নতুন বা সংশোধন আবেদনের পর, জন্ম নিবন্ধন স্ট্যাটাস চেক (Birth Certificate Application Status) করার বিস্তারিত প্রক্রিয়াটি থাকছে এই লেখাতে।

জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে, bdris.gov.bd/br/application/status -এই লিংকে ভিজিট করে আবেদনের ধরন সিলেক্ট করুন।  তারপর এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ লেখাতে ক্লিক করলেই আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

আগে বাংলাদেশের যে কোন নাগরিক সরাসরি Bdris ওয়েবসাইটে ভিজিট করে আবেদন পত্রের অবস্থা যাচাই করতে পারতেন। তবে নিবন্ধনের তথ্য নিরাপত্তার জন্য এখন এই সুবিধা স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় জনপ্রশাসন কার্যালয়ে (যেমন: ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে) উপস্থিত হয়েই আবেদনপত্রের অবস্থা জানতে পারবেন।

জনপ্রশাসন কার্যালয়ের কর্মকর্তাগণ, প্রাতিষ্ঠানিক ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভারে লগইন করে করতে পারবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ বলতে হবে। তারপর তারা আপনার জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই (birth certificate application status check) করে দিবে।

আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে

জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই করতে কি কি লাগে

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই করতে ২ টি তথ্য প্রয়োজন হয়। যথা:

  • সঠিক জন্ম তারিখ, ও
  • অ্যাপ্লিকেশন আইডি (Application ID)। (জন্ম নিবন্ধন সংক্রান্ত আবেদন সাবমিট করার পর, এই অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া হয়।)

আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনএর বর্তমান অবস্থা জানতে, 

  • bdris.gov.bd/br/application/status -লিংকে ভিজিট করুন।
  • আবেদনের ধরন সিলেক্ট করুন।
  • অ্যাপ্লিকেশন আইডি লিখুন।
  • জন্ম তারিখ লিখে ‘দেখুন’লেখাতে ক্লিক করুন। আপনার birth certificate application status জানতে পারবেন।

আবেদনপত্রের অবস্থা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়াটি সম্পন্ন করতে, ছবিসহ দেখানো নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই পেজে প্রবেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন আবেদনের বর্তমান অবস্থা জানা যায় bdris ওয়েবসাইট থেকে। ‘আবেদন পত্রের অবস্থা’ যাচাই পেজে প্রবেশ করতে সরাসরি ভিজিট করুন- bdris.gov.bd/br/application/status -এই লিংকে। তারপর একটি অনুসন্ধান ফর্ম সম্বলিত পেজ ওপেন হবে।

birth-certificate-application-status-check

ধাপ ২: আবেদন পত্রের ধরণ সিলেক্ট করুন

এবার অনুসন্ধান ফরমের প্রথম ঘরে আপনার আবেদন পত্রের ধরণ সিলেক্ট করতে হবে। মূলত এখানে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকার আবেদনের অবস্থা যাচাই করা যায়।

হতে পারে নতুন নিবন্ধনের আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন, রিপ্রিন্ট করার আবেদন কিংবা সার্টিফিকেট বাতিল এর আবেদন। আপনি যে ধরনের আবেদন করেছেন, তার ধরন সিলেক্ট করে দিন। তাহলেই, birth certificate application status জানতে পারবেন।

birth-certificate-application-status-bdris

আরও পড়ুনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইনে

ধাপ ৩: অ্যাপ্লিকেশন আইডি লিখুন

এই ধাপে, আপনার নির্দিষ্ট আবেদনের Application ID টি লিখতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যেকোন আবেদন সম্পন্ন করার পর Bdris সার্ভার থেকেই একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়। সেই আইডিটি এখানে সঠিকভাবে লিখুন।

birth-certificate-application-status-submit-application-id

ধাপ ৪: জন্ম তারিখ সিলেক্ট করুন

এইবার, আপনার আবেদনকৃত জন্ম সনদের সঠিক জন্ম তারিখটি লিখতে হবে। এক্ষেত্রে আপনি জন্ম তারিখের ঘরে জন্ম তারিখটি লিখতে পারেন- YYYY-MM-DD ফরম্যাটে। অথবা, জন্ম তারিখের ঘরে ক্লিক করলে ক্যালেন্ডার অপশন আসবে। সেখান থেকে জন্ম তারিখের বছর, মাস ও দিন-তারিখ সিলেক্ট করুন।

birth-certificate-application-status-submit-birth-date

ধাপ ৫: জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করুন

সকল তথ্য পূরণের পর ‘দেখুন’ লেখাতে ক্লিক করুন। ব্যাস, আপনার দেওয়া আবেদনের ধরন, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সঠিক হলে, একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনার আবেদনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

আবেদনটি এপ্রুভ করা হলে জন্ম নিবন্ধন আবেদনপত্রের অবস্থা অপশনে ‘Registered’ লেখা দেখাবে। আবেদন বাতিল করা হলে ‘Rejected’ লেখা থাকবে এবং নিচে প্রত্যাখ্যানের কারন দেখানো হবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা যাচাই 

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে, bdris.gov.bd/br/application/status – এই লিংকে প্রবেশ করুন। এবার আবেদনপত্রের ধরন অপশনে ‘জন্ম তথ্য সংশোধন এর আবেদন’ সিলেক্ট করুন। তারপর অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করুন।

ব্যাস, আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে পারবেন।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করার পর, আবেদনটি এপ্রুভ করা হয়েছে কিনা এবং কাঙ্খিত তথ্য সংশোধন করা হয়েছে কিনা, তা এই নিয়মে জানা যায়।

আবেদনটি এপ্রুভ করা না হলে, আপনি নিম্নোক্ত ছবির মতো পেজ দেখতে পাবেনঃ

জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা

জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা জানতে, bdris.gov.bd/br/application/status -লিংকে ভিজিট করে আবেদনের ধরন সিলেক্ট করুন, তারপর এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ লেখাতে ক্লিক করুন। আপনার জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা জানতে পারবেন।

আপনার জন্ম সনদ আবেদন স্ট্যাটাস চেক করার পরে যদি Rejected দেখতে পান, তাহলে সরাসরি আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। তারপর আবেদন অনুমোদন না দেওয়ার সঠিক কারণ জেনে, তা ঠিক করার ব্যবস্থা করুন।

Birth Certificate Application Status Check

To check the birth certificate application status, at first, visit the ‘Application Status Check’ page of the official Birth and Death Registration portal. Then provide your Application ID and exact date of birth, and click on the “check” button.

The page will be redirected to an new page and you will see the current status of your birth certificate application.

However, as this program is currently suspended, you have to attend the local public administration office (Union Parish of). After going there, inform them your application ID and date of birth, the concerned officer will tell you the status of your application.

জন্ম নিবন্ধন আবেদন যাচাই নিয়ে সর্বশেষ

উপরোক্ত আলোচনায় দেখানো নিয়মে আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা (birth certificate application status) জানতে পারবেন। কিন্তু আবেদন পত্রের অবস্থা যাচাই পেজটি আপাতত উন্মুক্ত না থাকায় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন।

3 thoughts on “জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই – NIDBDRIS”

  1. জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা তে ক্লিক করলে এখন লগইন করতে বলে, ইউজার আইডি পাসওয়ার্ড চায়। দয়করে নতুনভাবে দেখান, আগের সিস্টেম এখন আর নাই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *