বাংলাদেশের অধিকাংশ ভোটারদের আইডি কার্ডের ছবি পছন্দসই হয় না। যদি আপনারও জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট হয় বা বিকৃত মনে হয়, তাহলে জেনে নিন আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম।
ভোটার তথ্য হালনাগাদের সময় আইডি কার্ডের ছবি তোলার ক্ষেত্রে অধিকাংশই ভোটারের ছবিই অস্পষ্ট কিংবা অসুন্দর হয়। বিশেষ করে যারা ২০০৮ সালের পূর্বে ভোটার হয়েছেন, তাদের ছবিগুলো ক্যামেরা ভালো না হওয়ায় অস্পষ্ট ছিল। কিছু ক্ষেত্রে এনআইডি কার্ডের সঠিক মালিকের সাথে ছবির মিল পাওয়া যায় না। এর ফলে nidw.gv.bd ওয়েবসাইটে তথ্য সনাক্তকরণের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়।
অন্যদিকে, অনেকের আইডি কার্ডের তথ্য হালনাগাদ এর সময় দেওয়া স্বাক্ষরের সাথে বর্তমান স্বাক্ষরের অমিল থাকে। যা বিভিন্ন সরকারি ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বাধা সৃষ্টি করে। এক্ষেত্রে একইসাথে আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য একটি সংশোধন ফরম পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে সরাসরি নির্বাচন অফিসে আবেদন করতে হয়। বিস্তারিত প্রক্রিয়া, কি কি লাগে, কত টাকা লাগবে ইত্যাদি তথ্য জানুন এই লেখা থেকে।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য, আপনার ভোটার এলাকার নির্বাচন অফিসে সরাসরি উপস্থিত হয়ে, জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করে আবেদন করুন। NID Card Picture Change আবেদন ফি বাবদ ২৩০ টাকা বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিন। তারপর নির্বাচন অফিস থেকে আবেদন যাচাই করে নির্ধারিত তারিখে পুনরায় আপনার নতুন ছবি ও স্বাক্ষরের জন্য ডাকা হবে। নতুন ছবি ও স্বাক্ষর নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে/ তথ্য সার্ভারে প্রেরন করবে।
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন, ‘খ’ ক্যাটাগরি সংশোধনী বিষয়। তাই এই আবেদন জেলা পর্যায়ে অনুমোদন করা হবে। আবেদন অনুমোদিত হলে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং অনলাইন থেকে নতুন ছবিসহ আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার প্রক্রিয়া একই। আপনি একইসাথে দুটি তথ্য উল্লেখ করে সংশোধন ফরম পূরণ করে একই খরচে দুটি তথ্যই সংশোধন করতে পারবেন।
আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪।
আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে কি কি লাগে
এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে খুব বেশি ডকুমেন্টস প্রয়োজন হয় না। তবে সংশোধনের আবেদনের সাথে নিচের কাগজপত্র গুলো দেওয়া গুরুত্বপূর্ণ:
- সংশোধনের বিষয় উল্লেখ করে, জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ।
- আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের কপি।
- ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ সিটি কর্পোরেশন অফিস থেকে ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র নিতে পারবেন।
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ। (ঐচ্ছিক)
- সংশোধন ফি জমাদানের রশিদ হিসেবে বিকাশ Transaction ID লিখে দিতে পারেন।
তারপর স্থানীয় নির্বাচন অফিসে নির্ধারিত তারিখে নতুন ছবি ও স্বাক্ষর দিতে হবে।
আরও পড়ুনঃ নতুন ভোটার নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪।
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন
ছবি পরিবর্তন করতে অনলাইনে আবেদন করতে হয় না। তবে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করুন। তারপর প্রয়োজনীয় তথ্যসহ তা পূরণ করে তথ্য সংশোধন ফি জমা দিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করুন। আপনার প্রয়োজনীয় আবেদন ফরমটি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়েও সরাসরি সংগ্রহ করতে পারবেন।
NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম
এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য নিচের ধাপগুলো অতিক্রম করতে হয়-
- জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ;
- সংশোধন ফরম পূরণ (nid card picture change form):
- সংশোধন ফি পরিশোধ;
- নির্বাচন অফিসে আবেদন জমা;
- সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড।
এসকল ধাপগুলোর বিস্তারিত কার্যক্রম নিচে তুলে ধরা হলো:
(১) জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম সরাসরি স্থানীয় নির্বাচন অফিসে থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা পূর্বে অনলাইন থেকে ডাউনলোড করেও সঠিকভাবে তথ্য-পূরণ করেও জমা দিতে পারেন।
অনলাইন থেকে ডাউনলোড করার জন্য, জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ – এই লিংকে ভিজিট করে ডাউনলোড বাটনে ক্লিক করুন। আবেদন ফরমটি ডাউনলোড হলে কোন আইটি সার্ভিস প্রদানকারী দোকান থেকে প্রিন্ট করে নিন।
আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করুন| NID Correction.
(২) এনআইডি কার্ডের ছবি পরিবর্তন ফরম পূরণ করুন
আবেদন ফরম প্রিন্ট করার পর-
- ফরমের ১ নং ক্রমিকের (ক) ঘরে আবেদনকারীর সম্পূর্ণ নাম বাংলায় লিখুন।
- ১ নং ক্রমিকের (খ) ঘরে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নাম্বার লিখুন।
- ফরমের ২ নং ক্রমিকের তথ্য পূরণ করতে হবে না।
- ৩ নং ক্রমিকের (ঝ) ঘরের ১ম সাড়িতে- সংশোধনের বিষয় হিসেবে অন্যান্য, ছবি ও স্বাক্ষর লিখুন।
- পাশের ঘরে চাহিত সংশোধিত তথ্য হিসেবে- ছবি ও স্বাক্ষর পরিবর্তন লিখুন।
- সংযুক্ত দলিলাদির ঘরে- আইডি কার্ডের কপি, ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র লিখুন।
সংশোধনী তথ্যের টেবিলের ফাঁকা ঘরগুলো কলম দিয়ে দাগ টেনে কেটে দিতে পারেন। ফর্মটির নিচের দিকে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখুন। আইডি কার্ডের ছবি পরিবর্তন করার ফর্ম কিভাবে পূরণ করবেন, তার একটি নমুনা চিত্র নিচে তুলে ধরা হলো:
এছাড়া আবেদন ফরমের উপরের দিকে সংশোধন ফি পরিশোধের Transaction ID লিখে দিতে পারেন।
এখানে যেই নাম্বারটি দেওয়া হবে আবেদন অনুমোদিত হলে সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুনঃ ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৪।
(৩) NID Card Picture Change সংশোধন ফি জমা দিন
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন – তথ্য সংশোধনী সেবার অন্তর্ভুক্ত। এর জন্য সংশোধন ফি ২৩০ টাকা প্রদান করতে হবে। ব্যাংকের এ-চালান এর মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করা যায় না। এক্ষেত্রে বিভিন্ন অনলাইন/মোবাইল ব্যাংকিং ব্যবস্থা বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।
নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি পরিবর্তন ফি পরিশোধ করতে পারবেন:
- bKash একাউন্টে লগইন করুন।
- পেবিল অপশনে গিয়ে NID Service (সরকারি ফি) সিলেক্ট করুন।
- আবেদনের ধরন থেকে – NID Info Correction সিলেক্ট করুন।
- আপনার এনআইডি নাম্বার লিখুন।
- এবার ২৩০ টাকা ফি পেমেন্ট নিশ্চিত করতে পরবর্তী ধাপে গিয়ে বিকাশ PIN লিখুন।
- ট্যাপ করে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।
পেমেন্ট সম্পন্ন হলে ট্রানজেকশন আইডি টি ফর্মে যুক্ত করে দিন।
(৪) NID ছবি পরিবর্তনের সংশোধন আবেদন জমা দিন
আইডি কার্ডের ছবি পরিবর্তন করার ফরম সঠিকভাবে পূরণ এবং সংশোধন ফি পরিশোধ করলে সেটি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদনকারী নিজে উপস্থিত হতে হবে। ফরমের সাথে সংযুক্ত দলিল হিসেবে আইডি কার্ডের ফটোকপি ও ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র সংযুক্ত করুন। তারপর নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিন।
ছবি ও স্বাক্ষর পরিবর্তনের কারনটি উপযুক্ত মনে হলে আবেদনটি গ্রহণ করা হবে। তারপর নির্ধারিত তারিখে নতুন ছবি ও স্বাক্ষর নেওয়ার জন্য ডাকা হবে।
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন ‘খ’ ক্যাটাগরির সংশোধনী তথ্য হওয়ায়, জেলা নির্বাচন অফিস থেকে পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড চেক ২০২৪ | NID Card Check
(৫) নতুন ছবি ও স্বাক্ষর যুক্ত এনআইডি ডাউনলোড
সংশোধনী আবেদন ও নতুন ছবি এবং স্বাক্ষর গ্রহন কার্যক্রম শেষ হলে অনুমোদন হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগে। আবেদন অনুমোদিত হলে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস পাবেন। পরবর্তীতে নিজেই অনলাইন থেকে নতুন ছবি ও স্বাক্ষরযুক্ত আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ – এই লিংকে ভিজিট করুন। রেজিস্টার অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানায় তথ্য দিন। আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে মোবাইলে NID Wallet এপ্স এর মাধ্যমে ফেস ভেরিফাই করে পাসওয়ার্ড সেট করুন। এবার ড্যাশবোর্ড থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
আইডি কার্ডের PDF কপি ডাউনলোড করে, তা প্রিন্ট ও ল্যামিনেশন করে সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ | NID Card Download.
শেষকথা
ভোটার আইডি কার্ডের অধিকাংশ ভোটারের ছবিই অস্পষ্ট বা বিকৃত ধরনের হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এমনও হয় আইডি কার্ডের মালিক কে চিহ্নিত করা যায়না। তাই উপরোক্ত আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়মে আপনার ছবি পরিবর্তন করতে পারেন।
FAQ’s
আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করবো কিভাবে?
আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ করুন। ফরমটি সঠিকভাবে পূরণ করে, ২৩০ টাকা আবেদন ফি পরিশোধ করে আপনার ভোটার এলাকার উপজেলা নির্বাচন অফিসে জমা দিন। পরবর্তীতে নতুন স্বাক্ষর দিলে এবং জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদিত হলে স্বাক্ষর পরিবর্তন করা হবে।
ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে কত দিন লাগে?
NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন ‘খ’ ক্যাটাগরির সংশোধনের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে জেলা নির্বাচন অফিসার অনুমোদন দিয়ে থাকে। তাই ১৫-৩০ দিন সময় লাগতে পারে।
ছবি পরিবর্তনের পর কি নতুন স্মার্ট কার্ড পাবো?
না। ছবি পরিবর্তনের পর সংশোধিত আইডি কার্ডের অনলাইন কপি NID Wing ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। নতুন স্মার্ট কার্ডের জন্য রিইস্যু ফি পরিশোধ করে স্মার্ট কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে হবে।
আমি Nidbdris.info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। বাংলাদেশের নাগরিক সেবা ও ই-সেবা সম্পর্কে দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা থেকে, এই ওয়েবসাইটে NID Card, e-Passport, Visa, Birth Certificate সম্পর্কিত টিউটোরিয়াল, দিকনির্দেশনা, ও সরকারি নোটিশ প্রকাশ করে থাকি।