Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা

Services nidw gov bd হলো ভোটার আইডি কার্ড সম্পর্কিত সকল সেবা প্রদানকারী একটি সরকারি ওয়েবসাইট। ২০১৬ সালে এটি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তৈরি করা হয়েছে। 

দেশের সকল নাগরিকদের NID সম্পর্কিত সকল সেবা প্রদান করতেই NIDW সাইটের প্রচলন হয়েছে। তাই বলেই এখন আমরা ঘরে বসেই NID Application, Check, Download, Correction, NID Reissue এবং ভোটার তথ্য যাচাই করতে পারি।

NID Card এর কি কি সেবা nidw.gov.bd লিংকে ভিজিট করে পাবেন, সেবা পাওয়ার উপায় ও বিভিন্ন সেবার জন্য সঠিক আবেদন প্রক্রিয়া এখানে দেখানো হলো।

Services nidw gov bd

Services nidw gov bd ওয়েবসাইটটি বাংলাদেশের সকল নাগরিক সেবা অনলাইন ভিত্তিক করার একটি ডিজিটাল সার্ভার। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। দেশের সকল নাগরিকদের অনলাইনের মাধ্যমে NID কার্ড সম্পর্কিত সেবা প্রদানের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে।

২০১৬ সালে service.nidw.gov bd/nid-pub সার্ভার লঞ্চ করার পর থেকে, বাংলাদেশের NID নাগরিক সেবাগুলো এখন অনলাইনে পাওয়া যায়। তাছাড়া এই nidw সার্ভারের সাহায্যেই বাংলাদেশে Smart NID Card এর কার্যক্রম চালু হয়েছে। স্মার্ট এনআইডি কার্ডে থাকা ডিজিটাল চিপ টি এই nidw ওয়েবসাইটের ডাটাবেজের সাথে সংযুক্ত। 

অনলাইন নাগরিক সেবার এই সার্ভারটির মাধ্যমে একজন বাংলাদেশী নাগরিক ঘরে বসেই নতুন ভোটার আবেদন, NID Card Download, সংশোধন, Smart NID Card Status Check ইত্যাদি সেবা ভোগ করতে পারে।

Services nidw gov bd সাইটের সেবা সমূহ কি কি

Nidw gov bd ওয়েবসাইটটির মাধ্যমে একজন বাংলাদেশী প্রাপ্তবয়স্ক নাগরিক, NID Application, Check, Download, Correction, NID Reissue এবং ভোটার তথ্য যাচাই করতে পারবে। এই ওয়েবসাইটের সকল সেবা সমূহ হলো:

  • নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন
  • জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (চেক)
  • জাতীয় পরিচয় পত্র উত্তোলন
  • স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
  • জাতীয় পরিচয় পত্র সংশোধন
  • জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন
  • ভোটার তথ্য যাচাই
  • হারানো আইডি কার্ড উত্তোলন।

এবার তাহলে জেনে নেওয়া যাক, যে কিভাবে আপনি এই সকল সেবাগুলো পেতে পারেন:

নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন

বাংলাদেশের কোন প্রাপ্তবয়স্ক নাগরিককে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হয় nidw gov bd ওয়েবসাইটে। যদিও আমরা বিভিন্ন সময়ে সরকারিভাবে হালনাগাদ হলে, উপজেলা পরিষদে আবেদন করতে পারি।

তবে অনলাইনে সর্বদাই আবেদন করা যাবে, এবং খুব সহজেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এক্ষেত্রে নতুন ভোটার নিবন্ধনের জন্য কোন প্রকার ফি জমা দিতে হবে না।

অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা উপযুক্ত প্রমানপত্র জমা দিতে হবে। তবে NID ওয়েবসাইটে এন আইডি কার্ডের জন্য আবেদন করা হলো, ভোটার নিবন্ধনের প্রথম ধাপ। তারপর আবারও নিজের সকল ডকুমেন্ট উপজেলা পরিষদে গিয়ে জমা দিতে হবে। কারন উপজেলা পরিষদ থেকেই আমাদের ভোটার আইডি কার্ডের ছবি, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করে নেওয়া হবে। 

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করার পর, আবেদনটি এপ্রুভ করা হয়েছে কিনা বা আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তা জানার প্রয়োজনীয়তা অনেক। এক্ষেত্রেও আপনি nidw.gov.bd থেকে জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করতে পারবেন। আপনার আইডি কার্ডটি তৈরি হলে এই সার্ভারে দেখাবে। অন্যথায় এখানে দেখতে পাবেন না।

NID সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান (nid card check) করার জন্য, service.nidw.gov bd/nid-pub এই লিংকে ভিজিট করুন। তারপর যেই পেজ আসবে, সেখানের রেজিস্টার করুন লেখাতে ক্লিক করবেন। নতুন পেজে আপনার ভোটার নিবন্ধন স্লিপের নাম্বারটি লিখবেন। এরপর নিচের ঘরে আপনার জন্ম তারিখ লিখবেন। তারপর ক্যাপচা পূরন করে সাবমিট করলে, পরবর্তী পেজে নিয়ে যাবে।

services nidw gov bd

যদি পরবর্তী পেজে নিয়ে যায়, তাহলেই বুঝতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র টি তৈরি হয়ে গেছে। আর তৈরি না হলে, পরবর্তী পেজে যেতে পারবেন না।

জাতীয় পরিচয় পত্র উত্তোলন

অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য nidw gov bd ওয়েবসাইটে ভিজিট করে, আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ লিখে, ক্যাপচা পূরন করে সার্চ করুন। তারপর ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্টার হয়ে গেলে সাইন ইন করে, ড্যাশবোর্ড থেকে NID Card Download করতে পারবেন।

এক্ষেত্রে শুধুমাত্র আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ জানা থাকলেই হবে। এগুলো দিয়ে উক্ত ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার পর, তা প্রিন্ট করে লেমিনেশন করে নিবেন। তাহলেই সর্বত্র ব্যবহার করতে পারবেন মূল এন আইডি কার্ডের মতোই।

স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে, সর্বপ্রথম https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই ওয়েবসাইটে ভিজিট করে, আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে চেক করুন। তাহলেই আপনার Smart NID Card কবে পাবেন, তা জানতে পারবেন।

services nidw gov bd - smart card

সাধারণত নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করার পর আমরা অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করে থাকি। কিন্তু স্মার্ট কার্ড পেতে প্রায় বছরেরও বেশি সময় লেগে থাকে।

তাই nidw gov bd ওয়েবসাইট থেকে Smart Card Status Check করার মাধ্যমে, আপনার এনআইডি স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তা জানতে পারবেন। এবং স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকলে সেটি কোথায় গেলে সংগ্রহ করতে পারবেন সেই তথ্যও দেওয়া থাকবে।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আপনার জাতীয় পরিচয় পত্রে কোন তথ্য ভুল থাকলে, এবং তা সংশোধনের প্রয়োজন হলে, nidw ওয়েবসাইটে গিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। এখানে NID Card সংশোধনের জন্য নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার মাধ্যমে নাম, পিতা-মাতার নাম ও অন্যান্য তথ্যের ভুল এই NIDW এর ওয়েবসাইট থেকেই সংশোধন করা যাবে। তবে স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে সরাসরি আবেদন করতে হবে। আপনি যে তথ্যই সংশোধন করতে চান না কেন, তার জন্য উপযুক্ত প্রমাণপত্র/ ডকুমেন্টস আপলোড করতে হবে।

জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন | NID Card Reissue

Nidw ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন করে, ২৩০ রিইস্যু ফি পরিশোধ করলে, পুরাতন আইডি কার্ড আবার সংগ্রহ করতে পারবেন। আমাদের আইডি কার্ড হারিয়ে গেলে, কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে, নষ্ট হলে কিংবা অন্য কোন কারণে জাতীয় পরিচয় পত্র রিইস্যুর প্রয়োজন হয়। 

পুরাতন এন আইডি কার্ড ডাউনলোড করতে ২৩০ টাকা রিইস্যু ফি দিয়ে এনআইডি ওয়েবসাইটে আবেদন করতে হবে। তবে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এন আইডি কার্ড রিইস্যু করার জন্য থানায় জিডি করে সেই জিডির কপি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম।

হারানো আইডি কার্ড উত্তোলন

আপনার আইডি কার্ড হারিয়ে গেলে, তা nidw gov bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সুযোগ রয়েছে। সঠিক পদ্ধতি মেনে আপনি নিজেই এটি উত্তোলন করতে পারবেন।

হারানো আইডি কার্ড উত্তোলন করার জন্য, প্রথমে স্থানীয় থানায় গিয়ে আইডি কার্ড হারিয়ে যাওয়ার একটি জিডি করুন। তারপর সেই জিডির কপি দিয়ে nidw এর ওয়েবসাইটে রি-ইস্যুর আবেদন করুন। রি-ইস্যু সম্পন্ন হলে আপনার হারিয়ে যাওয়া আইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুনঃ NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার তথ্য যাচাই

কোন ভোটারের ভোটার তথ্য যাচাই করার জন্য, nidw ওয়েবসাইটে ভিজিট করে, এন আইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর ড্যাশবোর্ডে লগইন করে, বিস্তারিত প্রোফাইল অপশনে ক্লিক করুন। এবার সেই ভোটারের ব্যক্তিগত তথ্য, ঠিকানা অন্যান্য তথ্য যাচাই করতে পারবেন।

এভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার তথ্য যাচাই করা যাবে।

Services nidw gov bd সাইটের সেবাগুলো যেভাবে পাবেন

Nidw ওয়েবসাইট থেকে এন আইডি কার্ড সম্পর্কিত সেবা পেতে হলে, প্রথমেই আপনাকে একটি NID Card এর একাউন্ট রেজিস্টার করতে হবে। আইডি কার্ড নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে রেজিস্ট্রেশন কারীরাই এর সেবাগুলো ভোগ করতে পারে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করতে, এনআইডি নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা লিখে, ঠিকানা মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করতে হবে। তারপর NID একাউন্টের ড্যাশবোর্ডে লগইন করলে, ভোটার আইডি কার্ডের আবেদন, সংশোধন, রিইস্যু, ডাউনলোড ইত্যাদি অপশন পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সুবিধা নিতে পারবেন।

FAQ’s

Nid এর সরকারি ওয়েবসাইটের লিংক কোনটি?

NID এর সরকারি ওয়েবসাইটের লিংক হলো https://services.nidw.gov.bd। এই লিংকে গিয়ে আইডি কার্ড সম্পর্কিত সকল সেবা পাবেন।

Nidw gov bd সাইটে কিভাবে একাউন্ট খুলবো?

NIDW ওয়েবসাইটে একাউন্ট খোলার জন্য, nidw.gov.bd -এই লিংকে ভিজিট করে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এরপর আপনার এন আইডি নাম্বার, জন্ম তারিখ দিয়ে ও ক্যাপচা লিখে সাবমিট করুন। তারপর ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রেজিস্টার করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *