স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক ২০২৪ | Smart Card Status Check

আপনি নতুন ভোটার নিবন্ধন করার পর, স্মার্ট কার্ড হাতে পেতে দেরি হচ্ছে? তাহলে অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার Smart Card Status জেনে নিন।

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে, আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং সেই স্মার্ট কার্ডটি কোথায় গেলে সংগ্রহ করতে পারবেন তা জানা যায়। 

মূলত ২০১৯ সাল থেকেই বাংলাদেশের সকল নাগরিকদের জন্য স্মার্ট এনআইডি কার্ড প্রদান করার কার্যক্রম চালু হয়েছে। কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ রয়েছে। যদিও বর্তমানে নতুন ভোটাররা এনআইডি কার্ডের অনলাইন কপি প্রিন্ট করে ব্যবহার করছে, কিন্তু সকলেই স্মার্ট কার্ড পেতে চায়।

তাই স্মার্ট কার্ড কিভাবে পাবেন, কখন পাবেন, কোথায় গেলে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক (Smart card status check) করার বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিন এখানে।

স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক | Smart Card Status Check

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে, https://services.nidw.gov.bd/nid-pub/card-status -এই লিংকে ভিজিট করুন। তারপর NID নম্বর/ ফর্ম নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই স্মার্ট কার্ড হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন।

অনলাইনে smart card status check করার পর, আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা এবং কোথায় গেলে সময় করতে পারবেন তা দেখাবে। এছাড়াও SMS এর মাধ্যমেও স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা যায়। 

আরও পড়ুনঃ NID BD | NID Service Bangladesh, Apply, Download, Correction

স্মার্ট কার্ড চেক অনলাইন | Smart Card Check

বর্তমানে ২ ভাবে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। যথা: 

  • অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক বা স্মার্ট কার্ড চেক অনলাইন। এবং 
  • SMS এর মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড চেক।

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে,

  • Smart card status check ওয়েবসাইটে ভিজিট করা।
  • স্মার্ট এনআইডি নাম্বার ও জন্ম তারিখ লেখা।
  • ক্যাপচা পূরণ করে সাবমিট করা।
  • স্মার্ট কার্ড চেক করা।

এই ৪টি ধাপ অনুসরণ করতে হয়। 

অনলাইনে স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানতে সাধারণত ২টি তথ্যের প্রয়োজন হয়। যথা:

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনার প্রয়োজন হবে:

  • জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফরম নম্বর। (১০/১৩/১৭ সংখ্যার এনআইডি নম্বর, কিংবা ভোটার আবেদন করার পর প্রাপ্ত ফরমে থাকা নম্বর)
  • এবং জন্ম তারিখ।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করুন| NID Correction.

এ সকল তথ্য দিয়েই আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানতে পারবেন। নিচে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো:

ধাপ ১: Smart Card Check করার ওয়েবসাইটে ভিজিট

সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status  -এই লিংকে। লিংকে ভিজিট করার পরে কয়েকটি ঘর সম্মিলিত একটি পেজ দেখতে পাবেন। মূলত এখান থেকেই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানতে পারবেন।

smart card status check 1

ধাপ ২: এনআইডি নাম্বার/ ফরম নাম্বার লিখুন 

স্মার্ট জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য আপনার এন আইডি নম্বর বা ফরম নম্বর লিখতে হবে। এক্ষেত্রে আপনি পুরাতন ১৩ সংখ্যার ভোটার আইডি কার্ড নম্বর, ১৭ সংখ্যার ভোটার আইডি কার্ড নম্বর কিংবা ১০ সংখ্যার ভোটার আইডি কার্ড নম্বর ব্যবহার করতে পারবেন।

smart card status check 2

আর যদি এখনো ভোটার আইডি কার্ড না পেয়ে থাকেন, তাহলে ভোটার নিবন্ধনের সময় প্রাপ্ত স্লিপ বা ফরমের যেই নাম্বারটি আছে সেটি লিখুন। 

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করুন নিজেই

ধাপ ৩: জন্ম তারিখ লিখুন

পরবর্তী অপশনে আপনার জন্ম তারিখের দিন, মাস ও বছর লিখতে হবে। এখানে প্রথম ঘরে জন্ম দিনের তারিখ লিখুন। দ্বিতীয় ঘরে, জন্মদিনের মাস সংখ্যা লিখুন। তৃতীয় ঘরে, আপনার জন্ম সাল লিখুন। অর্থাৎ DD-MM-YYYY (দিন-মাস-বছর) এই ফরমেটে লিখুন।

smart card status check 3

ধাপ ৪: ক্যাপচা পূরণ করুন ও সাবমিট

এন আই ডি নম্বর ও জন্ম তারিখ দেওয়ার পর সর্বশেষ ঘরে, একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই কোডটি নিচের ঘরে হুবুহু লিখতে হবে। এভাবে সকল তথ্য পূরণ করার পর, নিচের ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।

smart card status check 4

ধাপ ৫: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন

সকল তথ্য সাবমিট করার পর, পরবর্তী পেইজে আপনার স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস দেখানো হবে। আপনার স্মার্ট কার্ডটি যদি তৈরি হয়ে থাকে, তাহলে স্ট্যাটাস অপশনে ‘Complete’ লেখাটি দেখতে পাবেন।

এছাড়াও আপনার স্মার্ট কার্ডের ঠিকানা এবং কোথায় গেলে সেই কার্ডটি সংগ্রহ করতে পারবেন সে সকল তথ্যও এখানে উল্লেখিত থাকবে।

smart card status check 5

আপনি চাইলে, Contact Address অপশনে থাকা কার্যালয়ে যোগাযোগ করে আপনার স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে পারবেন। তবে সরকারিভাবে স্মার্ট কার্ড নিজের এলাকা থেকে সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

SMS এর মাধ্যমে Smart card status check করতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space> NID <space> nid কার্ডের নাম্বার। তারপর পাঠিয়ে দিন ‘105’ নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই ম্যাসেজে আপনার স্মার্ট কার্ডের কাঙ্খিত তথ্য পাঠানো হবে।

বাংলাদেশের যেকোন সিম অপারেটর থেকেই ফ্রি SMS পাঠিয়ে স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা চেক করা যায়। এভাবে চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি হলো:

  • আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। 
  • এবার টাইপ করুন- SC <space> NID <space> nid কার্ডের নাম্বার। (যেমন: SC NID 1040183860)।
  • এনআইডি নম্বর না জানা থাকলে, ফরম নম্বর দিতে পারেন। সে ক্ষেত্রে মেসেজ টাইপ হবে, SC <space> F <space> Form Number <space> Date of Birth (জন্ম তারিখ) লিখুন। (যেমন: SC F 2062035739 08-03-2004)।
  • তারপর পাঠিয়ে দিন 105 নাম্বারে।

তারপর রিপ্লাই মেসেজের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক

স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য, https://services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইটে ভিজিট করে NID নম্বর/ ফর্ম নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। ব্যাস, আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন।

ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার দিয়েও স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস চেক করা যায়। যখন কোন ব্যক্তি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে, তখন আবেদনকারীকে একটি স্লিপ দেওয়া হয়। স্লিপে একটি নাম্বার থাকে।

এই স্লিপে থাকা নাম্বারটি ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বা ১০৫ নাম্বারে SMS পাঠানোর মাধ্যমে স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।

NID Smart Card Status Check

NID Smart Card Status Check করার জন্য, https://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে ভিজিট করুন। তারপর ধাপে ধাপে আপনার NID নম্বর বা ফরম নম্বর ও জন্ম তারিখ লিখুন। সর্বশেষে ক্যাপচা কোড লিখে সাবমিট করুন।

এবার আপনাকে নতুন পেজে রিডাইরেক্ট করা হবে এবং Smart NID Card Status দেখতে পাবেন।

অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড

অনলাইন থেকে শুধুমাত্র ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়, স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না। কারণ স্মার্ট কার্ডে একটি মাইক্রো চিপ সংযুক্ত করা থাকে। এই মাইক্রোচিপে ভোটার নিবন্ধনকারী ব্যক্তির সামগ্রিক পরিচয়বাচক তথ্য গুলো লিপিবদ্ধ করা থাকে।

অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করার মাধ্যমে এই মাইক্রোচিপটি পাওয়া সম্ভব না। তাই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না। 

তবে আপনি আপনার নতুন স্মার্ট এনআইডি কার্ডের নম্বরযুক্ত ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর সেটি প্রিন্ট করে ও লেমিনেশন করে স্মার্ট কার্ডের মতই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

আর প্রকৃত স্মার্ট কার্ডটি হাতে পেতে সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয় যোগাযোগ করুন। অথবা আপনার এলাকায় সরকারিভাবে স্মার্ট কার্ড বিতরণ করার আগে পর্যন্ত অপেক্ষা করুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো

স্মার্ট কার্ড পাওয়ার জন্য সর্বপ্রথম উপরোক্ত নিয়মে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক (smart card status check) করে জেনে নিন আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা। আপনার কার্ডটি যদি তৈরি হয়ে থাকে তাহলে সরাসরি নির্বাচন কমিশনের অফিস থেকে তা সংগ্রহ করতে পারবেন। 

এছাড়াও সরকারিভাবে স্মার্ট কার্ড বিতরণ করার জন্যও অপেক্ষা করতে পারেন। সে সময় সরাসরি আপনার বাড়িতে আপনার কার্ডটি পৌঁছে দেওয়া হবে।

পুরাতন ভোটাররা স্মার্ট কার্ড কিভাবে পাবো

যারা স্মার্ট কার্ডের যাত্রা শুরুর আগেই ভোটার নিবন্ধন করেছিল, তাদেরকেও বর্তমানে স্মার্ট কার্ড প্রদান করা হবে। যাদের ভোটার নিবন্ধন নম্বর ১৩ সংখ্যার কিংবা ১৭ সংখ্যার ছিল, বর্তমানে তাদের এনআইডি নম্বর ১০ সংখ্যার করা হয়েছে।

পুরাতন ভোটাররা নতুন স্মার্ট কার্ড পেতে, তাদের স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে পুনরায় আবেদন করতে হবে। তারপর ১০ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তারপর সেই তথ্য প্রক্রিয়াকরণ করে ১০ সংখ্যার এনআইডি নম্বর সম্বলিত স্মার্ট কার্ড প্রস্তুত করা হবে।

এই ১০ সংখ্যার এনআইডি নম্বর দিয়েই স্মার্ট কার্ড তৈরি করা হবে। পুরাতন ভোটাররাও একই নিয়মে, স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবে তার কার্তিক হয়েছে কিনা।

তারপর সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয় থেকে অথবা সরকারিভাবে বিতরণের মাধ্যমে স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে পারবে। তবে বর্তমানে সরকারিভাবে স্মার্ট কার্ড হালনাগাদ বন্ধ করা রয়েছে।

বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত অন্যান্য তথ্যসেবা:

ক্যাটাগরি NID Card

নতুন আইডি কার্ড করার নিয়ম ২০২৪

ভোটার আইডি কার্ড চেক ২০২৪

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

শেষকথা

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক (smart card status check) করার পর অধিকাংশ সময় কার্ডটি জেলাভিত্তিক ইসি অফিসে আছে বলে দেখানো হয়। তাই আপনার তাৎক্ষণিক প্রয়োজনে ইসি অফিসে গিয়ে সংগ্রহ করতে পারবেন। তবে যেহেতু আমরা সর্বত্র ভোটার আইডি কার্ডের প্রিন্ট কপি ব্যবহার করতে পারছি, সেহেতু সরকারিভাবে smart NID card বিতরণের আগে পর্যন্ত অপেক্ষা করাই ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *