জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার নিয়ম | bdris payment online

আপনি যদি নতুন জন্ম নিবন্ধনের জন্য বা জন্ম সনদ সংশোধনের আবেদন করে থাকেন, তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম জেনে নিজেই ফি দিতে পারবেন।

বর্তমানে জন্ম নিবন্ধন নিয়ে দেশের সকল নাগরিকদেরই নানা রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এসকল জটিলতার ও প্রতিকূলতা দূর করতে, বর্তমানে জন্ম নিবন্ধন আবেদন থেকে শুরু করে ফি পেমেন্ট পর্যন্ত সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করা হয়েছে।

আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই, নিজে নিজে অনলাইনে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট (bdris payment) করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট (bdris payment online) এবং epay bdris gov bd এর সার্ভিস সম্পর্কে বিস্তারিত প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে জেনে নিন এই লেখা থেকে।

জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম

জন্ম নিবন্ধন পেমেন্ট করতে, eservices.bdris.gov.bd লিংকে ভিজিট করে ই-পেমেন্ট অপশনে গিয়ে আবেদন আইডি ও জন্ম তারিখ দিয়ে আবেদনকারীর তথ্য সার্চ করুন। তারপর অটোমেটেড চালান সিস্টেম থেকে পেমেন্ট অপশন সিলেক্ট করে জন্ম নিবন্ধন পেমেন্ট করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন ফি দেওয়ার পর যেই চালানের কপিটি পাবেন, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কার্যালয়ে এটি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

২০২৪ সালে, জন্ম নিবন্ধন ফি হলো: (১) শিশুর বয়স ০-৪৫ দিন হলে কোন ফি নেই; (২) শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে, ফি ২৫ টাকা; (৩) শিশু বা ব্যক্তির বয়স ৫ বছরের বেশি হলে, ফি ৫০ টাকা।

২০২৪ সালে জন্ম নিবন্ধন ফি এর ক্ষেত্রে কোন বিশেষ পরিবর্তন হয়নি। পূর্ববর্তী বছরের মতোই এ বছরেও জন্ম নিবন্ধন আবেদনের ফি নির্ধারিত আছে। নিচে সরকারি গেজেট অনুযায়ী জন্ম নিবন্ধন ফি কত টাকা দেখানো হলো:

নিবন্ধনকারীর বয়সজন্ম নিবন্ধন ফি বাংলাদেশ থেকেজন্ম নিবন্ধন ফি বিদেশ থেকে
০ – ৪৫ দিনফ্রিফ্রি
৪৬ দিন – ৫ বছর২৫ টাকা১ ডলার
৫ বছরের উর্ধ্বে ৫০ টাকা১ ডলার

আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম|BDRIS payment

অনলাইনে জন্ম নিবন্ধনের ফি পেমেন্ট করতে,

  1. eservices.bdris.gov.bd লিংকে ভিজিট করুন।
  2. ই-পেমেন্ট অপশনে যান।
  3. আবেদনের ধরন, আবেদনের আইডি ও জন্ম তারিখ দিয়ে, ক্যাপচা পূরণ করে সার্চ করুন।
  4. আবেদনকারীর তথ্য যাচাই করুন।
  5. অটোমেটেড চালান সিস্টেম থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন।
  6. অনলাইনে জন্ম নিবন্ধন ফি (bdris payment) পেমেন্ট করুন।

উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করলেই আপনি Birth certificate payment online bd করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন পেমেন্ট করার জন্য আপনার নিবন্ধন আবেদনের প্রকৃতি, আবেদন আইডি ও নিবন্ধনকারীর জন্ম তারিখের তথ্য আগে থেকে জেনে নিতে হবে।

এসকল তথ্য আপনার কাছে থাকলে ছবিসহ নিচের দেখানো epay bdris gov bd এর ধাপগুলো অনুসরন করুন:

ধাপ ১: জন্ম নিবন্ধন পেমেন্টের ওয়েবসাইটে যান

অনলাওনে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করতে, https://eservices.bdris.gov.bd/ -এই লিংকে ভিজিট করুন। এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় কর্তৃক ব্যবহৃত আরেকটি ওয়েবসাইট। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা এখান থেকে নেওয়া যাবে।

জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার নিয়ম

এখান থেকে জন্ম নিবন্ধন ফি পরিশোধের জন্য, ‘ই-পেমেন্টে’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে epay.bdris.gov.bd লিংকে নিয়ে যাওয়া হবে।

ধাপ ২: নিবন্ধন আবেদনের তথ্য দিন 

এবার, আপনি যেই জন্ম সনদের আবেদন ফি দিতে চাচ্ছেন সেই আবেদনের প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। তারপর সেই তথ্যের আলোকে সার্ভার থেকে তথ্য দেখালে, সেখান থেকে আপনার নিবন্ধনটি বেছে নিতে হবে।

জন্ম নিবন্ধন পেমেন্ট - আবেদনপত্রের তথ্য প্রদান

এখানে-

  1. সর্বপ্রথম আবেদনের প্রকৃতি ঘরে, আপনার আবেদনের ধরন সিলেক্ট করুন। (যেমন: জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন, মৃত্যু নিবন্ধন আবেদন ইত্যাদি।)
  2. আপনার আবেদনের সঠিক এপ্লিকেশন আইডিটি লিখুন। (আপনি যখন অনলাইনে আবেদন সম্পন্ন করেছিলেন, তখন আপনাকে একটি আবেদন আইডি দেওয়া হয়েছিল। সেটি এখানে লিখুন
  3. আপনার সনদে দেওয়া জন্ম তারিখটি লিখুন (DD/MM/YYYY -ফরম্যাটে)।
  4. ক্যাপচা ইমেজে দেওয়া কোডটি নিচের ঘরে লিখে Search করুন।

আরও পড়ুনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন

ধাপ ৩: আবেদনপত্রের তথ্য দেখুন

আবেদনের প্রকৃতি, আবেদন আইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ করার পরে, আপনার আবেদনের যাবতীয় তথ্যগুলো দেখাবে।

এখানে- নিবন্ধনকারীর নাম, নিবন্ধনকারীর পিতা-মাতার নাম, একটি মোবাইল নাম্বার, আবেদন সাবমিটের তারিখ, আবেদন ফি এর পরিমান এবং যেই নিবন্ধক কার্যালয়ে আবেদন করেছেন তার ঠিকানা দেখাবে।

birth certificate fee payment

এই পেজ থেকে পরবর্তী পেজে যেতে Next লেখাতে ক্লিক করুন। নতুন পেজে এই তথ্যগুলোই আবার দেখানো হবে নিশ্চিত করার জন্য। এখান থেকে ডান পাশের Confirm লেখাতে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন ফি পরিশোধ - আবেদনের তথ্য যাচাই

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন – NIDBDRIS

ধাপ ৪: জন্ম নিবন্ধন ফি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন

এবার আপনার সামনে একটি অটোমেটেড চালান সিস্টেমের পেজ ওপেন হবে। এখানে আপনি ব্যাংক একাউন্ট, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের অপশন গুলো দেখতে পাবেন।

আপনার সুবিধা অনুযায়ী এখান থেকে একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন।

জন্ম নিবন্ধন পেমেন্ট গেটওয়ে অনলাইন

এখান থেকে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি দিতে পারেন। তবে দ্রুত চালানের কপি পেতে কোন একটি ব্যাংক সিলেক্ট করুন। সেই ব্যাংক একাউন্টের পেমেন্ট গেটওয়ে থেকেও বিভিন্ন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে পারবেন।

আমরা এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করলাম।

ধাপ ৫: Birth Certificate Payment Online সম্পন্ন করুন

পূর্ববর্তী ধাপে, পেমেন্টের মাধ্যম হিসেবে সোনালী ব্যাংক সিলেক্ট করায়, এবার আপনার সামনে সোনালী পেমেন্ট গেটওয়ে আসবে। এখানে মোবাইল ব্যাংকিং ক্যাটাগরি সিলেক্ট করুন।

বিকাশের মাধ্যমে জন্ম নিবন্ধন ফি প্রদান

তারপর বিকাশ বা নগদ সিলেক্ট করুন। তারপর আপনাকে বিকাশের পরিশোধযোগ্য অর্থের পরিমান দেখাবে। সেখান থেকে Confirm লেখাতে ক্লিক করুন। সর্বশেষে, Pay with bKash লেখাতে ক্লিক করে, বিকাশ নাম্বার দিন।

bdris payment - epay bdris gov bd

তারপর ওটিপি কোড আসলে, সেটি লিখে বিকাশের PIN লিখে পেমেন্ট (Bdris payment) সম্পন্ন করুন।

ধাপ ৬: Birth Certificate Fee Payment এর চালান কপি ডাউনলোড

অনলাইনে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করার পর, আপনাকে একটি চালানের কপি দেওয়া হবে। এটি পরবর্তীতে ইউনিয়ন পরিষদে/ সিটি কর্পোরেশন কার্যালয়ে জমা দিতে হবে। তাই এই চালান কপিটি ডাউনলোড বা প্রিন্ট করার জন্য উপরে Download ও Print অপশন পাবেন।

জন্ম নিবন্ধন পেমেন্টের চালান কপি ডাউনলোড

প্রিন্টার থাকলে প্রিন্ট করে নিন। অন্যথায় Download করে রাখুন, পরে প্রিন্ট করে জমা দিবেন। ব্যাস, আপনার অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট (bdris payment) সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড – Birth Certificate Download

জন্ম নিবন্ধন ফি পেমেন্টের ক্ষেত্রে বিবেচ্য বিষয়

অনলাইনে জন্ম নিবন্ধন ফি ই-পেমেন্ট করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রেখে, সচেতনার সাথে পেমেন্ট করতে হবে। যেমন:

  • আপনার অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে পেমেন্ট করছেন কিনা, তা নিশ্চিত করে নিবেন।
  • অনলাইনে ফি পরিশোধের আগে মোবাইল বা কম্পিউটারের নেটওয়ার্ক কানেকশন ভালো কিনা দেখে নিন। কারণ পেমেন্ট করার সময় ইন্টারনেট কানেকশন ঠিকমতো না পেলে, বিকাশ/ব্যাংক একাউন্ট থেকে ফি কেটে নেওয়ার পরও পেমেন্ট সম্পন্ন হয়নি- এমন দেখাতে পারে।
  • পেমেন্ট সম্পন্ন করার পর অবশ্যই চালান কপি ডাউনলোড/ প্রিন্ট করে নিবেন।

আরও পড়ুনঃ BDRIS থেকে জন্ম নিবন্ধন করার নির্দেশনা সমূহ

আপনি একজন সচেতন নাগরিক হলে এবং ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকলে খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট করতে পারবেন। কিন্তু epay bdris gov bd এর কার্যক্রম চালু হওয়ার পর থেকে অধিকাংশ সময়ই সার্ভারটি ডাউন হয়ে থাকে।

তাই অনলাইনে পেমেন্ট করাই যায় না। সেক্ষেত্রে বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদে/ সিটি কর্পোরেশন কার্যালয়ে ফি দিতে হবে।

Epay Bdris Gov BD করার নিয়ম

epay bdris gov bd পেমেন্ট করতে, eservices.bdris.gov.bd লিংকে গিয়ে, ই-পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদনের তথ্য ও ক্যাপচা পূরণ করে Search করুন। তারপর তথ্য confirm করে অটোমেটেড চালান সিস্টেমের একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। তারপর epay bdris gov bd থেকে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করতে পারবেন।

শেষকথা

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট কার্যক্রম চালু থাকায়, নিজে নিজে সরকার নির্ধারিত ফি Bdris payment (birth certificate fee payment) করতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে ২০০-৩০০ টাকা চাওয়া হলেও, অনলাইনে epay bdris gov bd -তে দিতে পারবেন মাত্র ৫০ টাকা ফি।

এর মাধ্যমে দেশের নাগরিকরা ব্যাপক ভোগান্তি ও আর্থিক জালিয়াতি থেকে মুক্তি পাবে।

বাংলাদেশের জন্ম নিবন্ধন সম্পর্কিত যাবতীয় তথ্য সেবা পেতে, আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সনদ | Birth Certificate Bangladesh.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *