জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড – Birth Certificate Download

জরুরী প্রয়োজনে নানা সময়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার প্রয়োজন হয়। এসময় জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করার মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে নিতে পারেন।

ভোটার আইডি কার্ড হওয়ার আগে দেশের নাগরিকত্বের প্রধান প্রমাণপত্র হিসেবে সকলেই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে থাকে। তাৎক্ষণিক প্রয়োজনে হাতের কাছে জন্ম নিবন্ধনের মূল কপি না থাকলে, তা জনপ্রশাসন কার্যালয় থেকে সংগ্রহ করা অনেক সময়সাপেক্ষ।

তাই তাৎক্ষণিক প্রয়োজনে অনলাইন থেকে Birth Certificate Download করে ব্যবহার করতে পারেন। জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড বা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিন এখানে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবো কিভাবে?

জন্ম সনদ ডাউনলোড করার জন্য, প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এবার আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখে, YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। সর্বশেষ, ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন। তারপর আপনার জন্ম নিবন্ধনের তথ্য পেজ আসলে কি-বোর্ড থেকে Ctrl +P একসাথে চেপে PDF কপি ডাউনলোড করে নিন।

আপনার কাছে প্রিন্টার থাকলে সরাসরি Print লেখাতে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার ক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন করা নিবন্ধনই ডাউনলোড করতে পারবেন। তাই আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল কিনা তা যাচাই করে নিশ্চিত হয়ে নিন।

আরও পড়ুনঃ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই।

জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাই / জন্ম নিবন্ধন অনলাইন কপি

জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাই করার জন্য,

  • প্রথমেই, https://everify.bdris.gov.bd/ -এই লিংকে ভিজিট করুন।
  • এবার ১৭ সংখ্যার ডিজিটাল নিবন্ধন নম্বর লিখুন।
  • পরবর্তী ঘরে, YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • সর্বশেষে ক্যাপচা পূরন করে ‘Search’ লেখাতে ক্লিক করুন।

সার্চ করার পর, নতুন পেজ ওপেন হবে। আপনার নিবন্ধন টি যদি ডিজিটাল করা থাকে, তাহলে নতুন পেজে বিস্তারিত তথ্য আসবে। এখান থেকেই তা ডাউনলোড করতে পারবেন। আর নিবন্ধন ডিজিটাল করা না থাকলে, No Result Found লেখা আসবে।

এছাড়াও আরেকটি উপায় হলো, আপনার জন্ম সনদটির রেজিস্ট্রেশন নম্বরে খেয়াল করুন। এই রেজিস্ট্রেশন নম্বরটি যদি আগে থেকেই ১৭ সংখ্যার হয়ে থাকে, তাহলে বুঝবেন এটি অনলাইন করা আছে।

আর যদি দেখেন যে, আপনার নিবন্ধনের রেজিস্ট্রেশন নম্বরটি ১৬ সংখ্যার, তাহলে বুঝবেন এটি অনলাইন করা নেই। তবে নিবন্ধন ১৬ সংখ্যার হলেও শেষের ৪ সংখ্যার পূর্বে ০ (শূন্য) বসিয়ে ১৭ সংখ্যার বানিয়ে চেক করে দেখতে পারেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনে BDRIS এর নতুন নির্দেশনা সমূহ।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে-

  • ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর (Birth Registration Number); এবং 
  • সঠিক জন্ম তারিখ (Date of Birth) প্রয়োজন হবে।

এছাড়াও ইন্টারনেট কানেকশন ও স্মার্টফোন/কম্পিউটার থাকলেই, এই দুটি তথ্য দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট, Bdris থেকে জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড (online birth certificate download bd) করতে পারবেন। ডিজিটাল জন্ম সনদ ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই পেজে যান

জন্ম সনদ ডাউনলোড করতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সরাসরি নিবন্ধন যাচাই পেজে যেতে ভিজিট করুন, https://everify.bdris.gov.bd/ -এই লিংকে। ওয়েব পেজে ভিজিট করার পরই একটি যাচাই ফরম দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর লিখুন

এখানে, প্রথম ঘরে ‘Birth Registration Number’ লেখা দেখতে পাবেন। এখানেই আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে। আপনার জন্ম সনদের সাথে মিলিয়ে সঠিকভাবে ১৭ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটি লিখুন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ধাপ ৩: সঠিক জন্ম তারিখ লিখুন

এই ধাপে, নিবন্ধন যাচাই পেজের ২নং ঘরে আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুসারে সঠিক জন্ম তারিখ টি লিখতে হবে। এখানে উপরে Date of Birth (YYYY-MM-DD)’ লেখা থাকবে। এখানে আপনার জন্ম তারিখ অনুযায়ী, প্রথমে জন্ম সাল, (হাইফেন) তারপর মাস (হাইফেন) ও শেষে দিন-তারিখ লিখুন। অর্থাৎ, YYYY-MM-DD বা বছর-মাস-দিন -এই ফরম্যাটে। 

অথবা, আপনি চাইলে জন্ম তারিখের ঘরে ক্লিক করার পর যে ক্যালেন্ডার অপশন আসবে, সেখান থেকেও বছর, মাস ও তারিখ সিলেক্ট করে দিতে পারেন।

অনলাইন জন্ম নিবন্ধন ডাউনলোড

ধাপ ৪: ক্যাপচা পূরণ ও অনুসন্ধান

এবার, হিউম্যান ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোড পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার ক্ষেত্রে গাণিতিক সমস্যার ক্যাপচা পূরণ করতে হয়।  

এক্ষেত্রে ছবিতে যেই গাণিতিক সমস্যাটি (যোগ, বিয়োগ) দেখতে পাবেন, তার সঠিক উত্তর নিচের ঘরে লিখুন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ধাপ ৫: জন্ম নিবন্ধন অনলাইন কপি

সকল তথ্য সাবমিট করা হয়ে গেলে, Search বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার দেওয়া তথ্য গুলো সঠিক হলে, একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Bdris এর সার্ভারে থাকা তথ্যগুলো দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি

এখানে নিবন্ধনকারী ব্যক্তির- জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, লিঙ্গ, ধর্ম ইত্যাদি তথ্য থাকবে। তবে এটি ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদের অনুরূপ হবে না, বরং এটি একটি সার্ভার কপি।

আরও পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করুন নতুন নিয়মে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে, জন্ম তারিখ ও নিবন্ধনের নাম্বার দিয়ে জন্ম সনদের তথ্য যাচাই করুন। তথ্য যাচাইয়ের পর প্রাপ্ত সার্ভার কপির ওয়েবপেজে থাকা অবস্থায় কি-বোর্ড থেকে Ctrl + P একসাথে চেপে প্রিন্ট অপশন সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন।

এখানে Print Preference- এর Destination অপশনে Save to PDF সিলেক্ট করুন। এবার Save লেখাতে ক্লিক করলেই PDF ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপনার কম্পিউটারের সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে, সরাসরি Print লেখাতে ক্লিক করে এটি প্রিন্টও করে নিতে পারেন। অথবা সেভ করা পিডিএফ কপিটি পরবর্তীতে প্রিন্ট করে নিবেন।

তবে মোবাইল ইউজার হয়ে থাকলে, সরাসরি প্রিন্ট করার অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনার মোবাইল ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে স্ক্রিনশট নিতে পারেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার নিয়ম

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে, https://everify.bdris.gov.bd/ -লিংকে ভিজিট করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। সর্বশেষে, ক্যাপচার উত্তর দিয়ে Search বাটনে ক্লিক করুন।

ব্যাস, জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে আপনার ডিজিটাল জন্ম সনদের তথ্য থাকলে, তার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায়না। তবে আপনি যদি আপনার সনদের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ জানেন, তাহলে উপরোক্তভাবে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

তবে আপনি যদি সঠিক নিবন্ধন নম্বর ও জন্মতারিখ না জেনে থাকেন, তাহলে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন। সেখানে উপযুক্ত তথ্য দিয়ে জন্ম নিবন্ধন রিপ্রিন্ট করার আবেদন করতে পারবেন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। সাধারণত আমরা ইউনিয়ন পরিষদের জন সনদ বলতে, birth certificate এর মূল কপিকে বুঝিয়ে থাকি। এই মুলকপি শুধুমাত্র সংশ্লিষ্ট জনপ্রশাসন কার্যালয়, যেমন- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন থেকে পাওয়া যায়। এবং সেগুলোতে ইউনিয়ন সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর থাকে।

কিন্তু অনলাইন থেকে জন্ম সনদের শুধুমাত্র অনলাইন কপিটিই ডাউনলোড করা যায়। এখানে ইউনিয়ন পরিষদের সীলমোহর বা স্বাক্ষর থাকবে না।

আরও পড়ুনঃ এক শব্দের নামে করা যাবেনা জন্ম নিবন্ধন আবেদন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড PDF

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf করতে, Bdris ওয়েবসাইটে নিবন্ধন যাচাই পেইজে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখে সার্চ করুন। তারপর জন্ম সনদের অনলাইন কপিটি আসলে, তার পিডিএফ ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।

Online Birth Certificate Download BD

To download the birth certificate online, visit the Birth and Death Registration website and enter the registration verification page (https://everify.bdris.gov.bd/). Then enter your 17 digit Online Birth Registration Number and enter the date of birth in YYYY-MM-DD format. Finally, answer the captcha (mathematical problem) and click the “Search button”.

After that, you will find the birth certificate online copy in your computer/mobile screen. After entering on the birth registration info page, save it to PDF by pressing Ctrl + P from the keyboard, or print it from the connected printer by clicking Print.

উপরোক্ত নিয়মে আপনি বিনামূল্যে অনলাইন থেকে নিজেই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড (birth certificate download) করতে পারবেন। তবে ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষরিত মূল সনদটি অধিক গুরুত্বপূর্ণ। তাই সর্বদা ব্যবহারের জন্য সেই মূল কপিটির একাধিক ফটোকপি করে রাখতে পারেন।

4 thoughts on “জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড – Birth Certificate Download”

  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মনিরামপুর, যশোর। জন্ম সনদ [বিধি- ৯. জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা, ২০০৬] (জন্ম নিবন্ধন বহি হইতে উদ্ধৃত)

    নিবন্ধন বহি নং ১৪

    নিবন্ধনের তারিখ: ০৯-০৩-২০১৮

    সনদ ইস্যুর তারিখ: ০৯-০৩-২০১৮

    জন্ম নিবন্ধন নম্বর: ২০০৪৪১ ১৬ ১৯৪০৪৩৮৮৩

    নাম: মোঃ শান্ত রহমান

    লিঙ্গ: পুরুষ

    জন্ম তারিখ: ১০-১১-২০০৪ দশই নভেম্বর দুই হাজার চার

    জন্ম স্থান: গ্রাম- শ্যামকুড়, ডাক- চিনাটোলা, উপজেলাঃ মনিরামপুর, জেলাঃ যশোর।

    পিতার নাম: মোঃ জাহিদুল ইসলাম

    জাতীয়তা: বাংলাদেশী

    মাতার নাম: মোছাঃ শাহিদা খাতুন

    জাতীয়তা: বাংলাদেশী

    স্থায়ী ঠিকানা: গ্রামঃ শ্যামকুড়, ডাকঃ চিনাটোলা, উপজেলাঃ মনিরামপুর, জেলাঃ যশোর।

    শ্যামকুড়

    (নিবন্ধকের শঙ্কুর ও মাসহ সীল)

    (ইউপি সচিব – স্বাক্ষর ও সিল) মোঃ আব্দুল আলীম সচিব ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মণিরামপুর, যশোর।

    (নিবকের কার্যালয়ের সীলনে,২৯)

    NEXE N73

    চেয়ারম্যান

    ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মণিরামপুর, যশোর।

    * প্রথম চার অঙ্ক ব্যক্তির জন্য সাল, পরবর্তী সাত অঙ্ক এরিয়া কোড ও শেষ ছয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *