ভোটার আইডি কার্ড চেক ২০২৪ | NID Card Online Check

নতুন ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করেছেন? কিংবা ভোটার আইডি কার্ডের সংশোধন/ রিইস্যুর জন্য আবেদন করেছেন? তাহলে ভোটার আইডি কার্ড চেক (NID card online check) করার মাধ্যমে জেনে নিন আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা।

বর্তমানে আইডি কার্ডের জন্য নিবন্ধন করলে কিংবা সংশোধন ও রিইস্যু আবেদন করলে আইডি কার্ডটি পেতে কিছুটা সময় লাগে। যদিও আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি কার্ড সম্পন্ন হলে জানিয়ে দেওয়া হয়।

তবে অনেক সময় আমরা এসএমএসটি খুঁজে পাই না। তাই এ সময় অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করে আপনার আইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

আইডি কার্ডের আবেদন এপ্রুভ হওয়ার ৭-১৫ দিনের মধ্যেই এনআইডি এর তথ্য সার্ভারে আপলোড করা হয়। তখন সার্ভারে NID check করে আইডি কার্ডের অনলাইন কপি প্রিন্টও করা যাবে।

তাই NID Card Check বাংলাদেশ করার এবং সাভার কপি ডাউনলোড করার বিস্তারিত প্রক্রিয়াটি এখানে জেনে নেই।

একনজরে আলোচনার সূচীপত্র

নতুন ভোটার আইডি কার্ড চেক|NID Card Check

ভোটার আইডি কার্ড চেক করতে, nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্টার অপশনে যান। তারপর NID Number ও জন্ম তারিখ দিয়ে, ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। এবার ঠিকানার তথ্য দিন এবং মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে সাইন ইন করুন। ড্যাশবোর্ড থেকে NID Card Check করতে পারবেন।

যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন এবং এখনো এসএমএস পাননি, তারা এনআইডি কার্ড চেক করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্টার করতে এনআইডি নাম্বারের পরিবর্তে ফরম নম্বর লিখবেন। এক্ষেত্রেও তথ্য না পেলে, ফরম নম্বরের পূর্বে NIDFN লিখে তারপর ফরম নাম্বার যুক্ত করে সাবমিট করুন।

শুধুমাত্র ফরম নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট করার পর পরবর্তী পেজে গেলেই বুঝতে পারবেন আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে। তারপর বাকি ধাপগুলো সম্পন্ন করে ড্যাশবোর্ডে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

NID Card Online Check করার নিয়ম

বাংলাদেশি NID Card Online Check করার জন্য,

  • NIDW ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্টার অপশনে ক্লিক করুন।
  • এন আইডি/ ফর্ম নম্বর লিখুন। তারপর জন্ম তারিখ লিখে ও ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
  • আপনার আইডি কার্ডটি তৈরি হলেই পরবর্তী ধাপে যেতে পারবেন।
  • এবার বর্তমান ও স্থায়ী ঠিকানায় তথ্য দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করুন।
  • সর্বশেষে, মোবাইলে NID Wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফাই করে একটি পাসওয়ার্ড সেট করুন।
  • NID ড্যাশবোর্ড ওপেন হলে আইডি কার্ডের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন।

ঘরে বসেই অনলাইনে এন আইডি কার্ড চেক (NID Card Check) করার সম্পূর্ন প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুনঃ

ধাপ ১: NIDW ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন

সর্বপ্রথম, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের nidw.gov.bd – এই লিংকে যান। তারপর মূল পেইজ ওপেন হলে ‘রেজিস্টার করুন’ লেখাতে ক্লিক করুন। এবার নিচের ছবির মতোই একটি রেজিস্ট্রেশন ফরমের মতো ওয়েব পেজ আসবে।

এখানে আইডি কার্ড চেক করতে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফরম নম্বর লিখুন। ২য় ঘরে জন্ম তারিখ লিখুন। সর্বশেষে ঘরে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। ভোটার আইডি কার্ড চেক

ধাপ ২: ভোটার ঠিকানা যাচাই করুন

আপনার ভোটার আইডি নিবন্ধনের সময় দেওয়া তথ্যের অনুরূপ বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। এখানে শুধুমাত্র বিভাগ জেলা ও উপজেলা সিলেক্ট করলেই হবে। ভোটার আইডি কার্ড চেক ঠিকানার তথ্য প্রদান

ধাপ ৩: মোবাইল নাম্বার ভেরিফাই করুন

এই ধাপে, NID card online check করতে আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে আইডি কার্ড করার সময় যেই নাম্বারটি দিয়েছিলেন সেটি দেখাবে। সেই নাম্বারটি আপনার কাছে থাকলে বহাল বাটনে ক্লিক করুন।

এন আইডি কার্ডের মোবাইল নাম্বার ভেরিফাই আপনার NID Check করার জন্য আগের নাম্বারটি সাথে না থাকলে ‘মোবাইল পরিবর্তন’ লেখাতে ক্লিক করুন। তারপর যেকোন একটি মোবাইল নাম্বার দিয়ে বহাল বাটনে ক্লিক করুন। আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। এই কোডটি ওয়েব পেজে লিখে পরবর্তী ধাপে যান। nid card check mobile verification

ধাপ ৪: ফেস ভেরিফাই করুন

ভোটার আইডি কার্ড চেকি করার এই ধাপে, একটি QR Code সম্বলিত ওয়েবপেজ আসবে। NID কার্ড ধারীর এনআইডি সার্ভার একাউন্ট এবং আইডি কার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু আছে। অর্থাৎ NIDW ওয়েবসাইটে রেজিস্টার করতে ফেস ভেরিফিকেশন করতে হবে। ভোটার আইডি কার্ড চেক - ফেস ভেরিফিকেশন এবার আপনার মোবাইলে NID wallet অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর অ্যাপ ওপেন করে ওয়েব পেইজে দেওয়া QR কোড স্ক্যান করুন। তারপর মোবাইলের ক্যামেরা দিয়ে ফেস স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

আরও পড়ুনঃ ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৪

ধাপ ৫: পাসওয়ার্ড সেট করুন

NIDW ওয়েবসাইটে আপনার এই একাউন্টে পরবর্তীতে এনআইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সহজে সাইন ইন করতে একটি পাসওয়ার্ড সেট করে নিন।

এখানে ‘সেট পাসওয়ার্ড’ লেখাতে ক্লিক করে একটি পাসওয়ার্ড লিখুন। তারপর পুনরায় একই পাসওয়ার্ড লিখে কনফার্ম করুন।

ধাপ ৬: NID Card Check করুন

ব্যাস, পাসওয়ার্ড সেট করা হয়ে গেলেই আপনার এনআইডি কার্ডের তথ্য পেজ ওপেন হবে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনার ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানো হবে।

এখান থেকে উপরের প্রোফাইল অপশনে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ডের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন। পুরাতন বা নতুন ভোটার আইডি কার্ড চেক

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে ড্যাশবোর্ডের নিচের দিকে থাকা ডাউনলোড লেখাতে ক্লিক করলেই আপনার আইডি কার্ডের PDF Copy বা অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন: নতুন ভোটার নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

অনলাইনে পুরাতন আইডি কার্ড চেক করতে,

  • NIDW ওয়েবসাইটের রেজিস্টার অপশনে যান।
  • তারপর ভোটার আইডি নম্বর/ ফরম নম্বর ও জন্ম তারিখ লিখুন।
  • স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য দিন।
  • মোবাইল নাম্বারে OTP ভেরিফাই করুন।
  • এবার মোবাইলে NID Wallet অ্যাপস ডাউনলোড করে, QR Code স্ক্যান করে, ফেইস ভেরিফাই করুন।
  • সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে একটি নতুন পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিন।
  • এবার আপনার NID ড্যাশবোর্ড ওপেন হলে প্রোফাইল অপশনে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

এভাবে পুরাতন ও নতুন উভয় NID Card online Check করতে পারবেন। প্রয়োজনে আপনার আইডি কার্ডের PDF কপিটিও ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করুন| NID Correction.

SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক

SMS এর মাধ্যমে নতুন NID Check করতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NID <Space> Form number/ NID number <Space> DD-MM-YYYY -এভাবে লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই SMS এর মাধ্যমে আপনার আইডি কার্ডের তথ্য জানানো হবে।

বাংলাদেশের যেকোন মোবাইল সিম অপারেটর ব্যবহার করে ১০৫ নাম্বারে SMS এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করতে পারবেন।

SMS এর মাধ্যমে NID card check করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে দেখানো হলো:

  • আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
  • তারপর টাইপ অপশনে লিখুন ‘NID’ তারপর স্পেস দিয়ে ‘জাতীয় পরিচয়পত্র নম্বর’। আবার স্পেস দিয়ে DD-MM-YYYY ফরমেটে জন্ম তারিখ লিখুন।
  • এবার পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।
  • অর্থাৎ, আইডি কার্ড চেক করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে লিখুন- NID <Space> Form number/ NID number <Space> DD-MM-YYYY.
  • (উদাহরণ: NID 1234567890 08-12-1999)

তারপর সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই মেসেজের মাধ্যমে আপনার আইডি কার্ড হয়েছে কিনা এবং আইডি কার্ডের কিছু তথ্য জানতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করুন নিজেই

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সবচেয়ে নিখুঁত ভাবে ভোটার আইডি কার্ড থেকে করা যায়।

এছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে আইবি কার্ডের সঠিক তথ্য চেক করা যায় না। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।

আপনার আইডি কার্ডটি তৈরি হলে এবং অনলাইনে সাবমিট হলে পরবর্তী ধাপে যেতে পারবেন ও ভোটার আইডি কার্ড চেক (NID card check Bangladesh) করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম NID check করার মূল মাধ্যমই হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা সার্ভারে দেশের সকল নাগরিকদের এনআইডি তথ্য আপলোড করা থাকে। ফলে যে কোন স্থান থেকেই এই ওয়েবসাইট টি ব্যবহার করে আইডি কার্ড যাচাই করা যায়।

আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪

NID Card Check বাংলাদেশ|NID Card Online Check

NID card check বাংলাদেশ করার জন্য, NIDW আপনার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। তারপর ঠিকানার তথ্য দিয়ে, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে সাইন ইন করুন। ড্যাশবোর্ড থেকে NID Check করতে পারবেন।

FAQ’s

(১) এনআইডি কার্ড চেক করতে কত টাকা লাগে?

বাংলাদেশের NID Card Check করতে কোন টাকা লাগে না। আপনি নিজেই মোবাইল দিয়ে NIDW ওয়েবসাইট থেকে এটি চেক করতে পারবেন।

(২) ভোটার আইডি কার্ড চেক করার ওয়েবসাইট কোনটি?

আইডি কার্ড চেক করার ওয়েবসাইট হলো nidw.gov.bd। সরাসরি যাচাই পেজের লিংক- https://services.nidw.gov.bd/nid-pub/।

(৩) প্রশাসনিক কর্মকাণ্ডে কিভাবে ভোটার আইডি কার্ডের তথ্য চেক করে?

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসনিক অফিসগুলো থেকে এনআইডি কার্ডের তথ্য যাচাইয়ের জন্য NID Verification সফটওয়্যার ব্যবহার করে। এটি নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়।

(৪) নাম ঠিকানা সহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় কি?

নাম ও ঠিকানার তথ্যসহ NID card online check করার মূল ওইয়েবসাইট হলো nidw.gov.bd। এই ওয়েবসাইটে আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে voter id card check করে বিস্তারিত তথ্য ও ছবি দেখতে পাবেন।

আজকের আলোচ্য দুটি উপায়ে, অর্থাৎ NIDW ওয়েবসাইট থেকে অথবা ১০৫ নাম্বারে এসএমএস পাঠিয়ে আপনার পুরাতন বা নতুন ভোটার আইডি কার্ড চেক করে সঠিক তথ্য জেনে নিতে পারবেন। আশাকরি, NID check করার সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *